ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নকলের সুযোগ না দেয়ায় প্রভাষক লাঞ্ছিত ॥ পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ০৬:৪৯, ২২ মে ২০১৮

নকলের সুযোগ না দেয়ায় প্রভাষক লাঞ্ছিত ॥ পরীক্ষা স্থগিত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২১ মে ॥ বিনা বেতন ও ফিতে পরীক্ষায় অংশগ্রহণ এবং নকলের সুযোগ না দেয়ায় কতিপয় উচ্ছৃঙ্খল ছাত্রলীগ ক্যাডার কেন্দুয়া ডিগ্রী কলেজে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর এবং এক প্রভাষককে লাঞ্ছিত করেছে। সোমবার সকাল ১১টায় একাদশ শ্রেণীর বর্ষ-সমাপনী পরীক্ষা শুরুর প্রাক্কালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত ঘোষণা করেন। জানা গেছে, সোমবার থেকে কেন্দুয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বর্ষ-সমাপনী পরীক্ষা গ্রহণের কথা ছিল। সকাল ১১টায় বাংলা ১ম পত্রের উত্তরপত্র বিতরণের পরপরই কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী তাদের বিনা বেতন ও ফিতে পরীক্ষায় অংশগ্রহণ এবং নকলের সুযোগ দেয়ার দাবি তুলে। এতে নেতৃত্ব দেয় একই কলেজের ডিগ্রীর ২য় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ ক্যাডার আপেল মাহমুদ। কলেজ কর্তৃপক্ষ তাদের অন্যায় দাবি অগ্রাহ্য করায় আপেল মাহমুদের নেতৃত্বে ১৫-২০ ক্যাডার সদলবলে পরীক্ষা কক্ষে ঢুকে হামলা চালায়। ভূমিহীনদের ঘরে আগুন ॥ ৩৭ জনের নামে মামলা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় বসতভিটা থেকে উচ্ছেদ করতে ভূমিহীনদের ঘর থেকে বের করে ২৫টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার এবং নারীদের মরপিটের ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে ক্ষতিগ্রস্ত ইব্রাহীম হাওলাদার বাদী হয়ে শরণখোলা থানায় এ মামলা করেন। তবে সোমবার বিকেল পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে শনিবার সকালে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ বাধাল গ্রামে প্রতিবন্ধীসহ ভূমিহীনদের ২৫টি বসতভিটা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। অর্পিত সম্পত্তি দখলে স্থানীয় দুই গ্রুপের বিরোধ চলছে দীর্ঘদিন। শরণখোলা থানা পুলিশ জানায়, ভূমিহীন পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।
×