ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরণখোলা-মোরেলগঞ্জ সড়ক অবরোধ ॥ চলাচল বন্ধ

প্রকাশিত: ০৬:৪৮, ২২ মে ২০১৮

শরণখোলা-মোরেলগঞ্জ সড়ক অবরোধ ॥ চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাস মালিক ও শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে সোমবার দুপুরে শরণখোলার রায়েন্দা বাজারে ভ্যান ও ইজিবাইক শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। বাস শ্রমিকদের চেক পোস্টের নামে যাত্রী হয়রানি বন্ধ না হলে ভ্যান ও ইজিবাইক শ্রমিকরা কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অপরদিকে, শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এক বাস মালিককে মারধর করার অভিযোগে সোমবারেও শরণখোলা-মোরেলগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এদিন তারা শরণখোলা- মোরেলগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রবিবার সকালে বাস মালিক-শ্রমিক পক্ষ এ ধর্মঘট শুরু করে। আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন মোল্লা বলেন, গত রবিবার সকালে কদমতলা এলাকার গৃহবধূ শারমিন আক্তার শিমু (২৫) তার স্বামী হোসেন আকন (৩০) ও তাদের ছোট বোন সুমি আক্তার একটি ইজিবাইকে করে তাফালবাড়ি যাচ্ছিল। এ সময় তারা বাস মালিকদের চাঁদা আদায়ের চেকপোস্টে পৌঁছলে বাস শ্রমিকরা ইজিবাইক থেকে তাদের নামিয়ে লাঞ্ছিত করে। পরে তাদেরকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা ভাইস চেয়াম্যান হাসানুজ্জামান পারভেজ এ ঘটনার প্রতিবাদ করেন। এসময় শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিক নেতারা। চট্টগ্রামে ভেজাল ঘি তৈরির কারখানা ॥ গ্রেফতার ২ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর খাতুনগঞ্জ এলাকায় ভেজাল ঘি তৈরির একটি কারখানার সন্ধান মিলেছে। মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রবিবার রাতে আনন্দ মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ভেজাল ঘি, ঘি তৈরির উপকরণ ও সরঞ্জামসহ ২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গ্রেফতার দু’জন হলো কামাল উদ্দিন ও সাজ্জাদ হোসেন। এরা পটিয়া উপজেলার জিরি গ্রামের ইউনুছের পুত্র। খাতুনগঞ্জের আনন্দ মার্কেটের দ্বিতীয় তলায় একটি কারখানায় ভেজাল ঘি তৈরি করে তারা বাজারজাত করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা ‘এম কে ঘোষাল বাঘাবাড়ি মিল্ক ফ্যাট প্রোডাক্টস ঘাওয়া ঘি’ নামে বাজারজাত করার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
×