ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৬:৪৮, ২২ মে ২০১৮

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২১ মে ॥ হরিণাকু-ুর নারানকান্দিতে ট্রাক্টর চাপায় রিগান আলী (৩১) ও মোকলেছুর রহমান (৩২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে হরিণাকু-ু উপজেলার নারানকান্দি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিগান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পাচলিয়া গ্রামের চাঁদ আলীর ছেলে ও মোকলেছের বাড়ি একই উপজেলার ঘোষবিলা গ্রামে। জানা গেছে, দুপুরের দিকে একটি ট্রাক্টর নারানকান্দি ব্রিজ পার হয়ে হরিণাকু-ুর দিকে যাচ্ছিল। সে সময় দুই মোটরসাইকেল আরোহী হরিণাকু-ু থেকে নারানকান্দি ব্রিজের ওপর উঠার চেষ্টা করলে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিগান আলী ও মোকলেছুর রহমান নিহত হয়। চট্টগ্রামে স্কুলছাত্রী হত্যাকারীদের বিচার দাবি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যার নেপথ্যে প্রকৃত রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তাসফিয়ার পিতা মোহাম্মদ আমিন। তিনি বলেন, অপরাধীর বয়স বিবেচনা না করে তার অপরাধ বিবেচনা করা উচিত। তিনি মামলার আসামি আদনানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন হত্যার শিকার নবম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিনের পরিবারের সদস্যরা। তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন বলেন, ভিসেরা রিপোর্টের ওপর এই মামলার বিচার নির্ভর করছে। সে রিপোর্ট যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার দাবি জানানোর পাশাপাশি তিনি বর্বরোচিত এই হত্যাকা-ের পেছনে তৃতীয় কোন পক্ষের হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। উল্লেখ্য, গত ২ মে সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের ১৮ নম্বর ব্রিজঘাটের কাছাকাছি পাথরের ওপর থেকে উদ্ধার করা হয়।
×