ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হত্যাকারী বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলায় মানববন্ধন

প্রকাশিত: ০৬:৪৪, ২২ মে ২০১৮

হত্যাকারী বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২১ মে ॥ ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত দৈনিক ঢাকা ট্রিবিউন ও ঢাকাস্থ লালমোহন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনকে বাসচাপায় হত্যাকারী ঘাতক চালকের দ্রুত বিচার দাবিতে লালমোহনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। লালমোহন প্রেসক্লাব, ঐকতান-৯২ ও পরিবারবর্গের আয়োজনে সোমবার বেলা ১১টায় লালমোহন পৌরসভার চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী-পেশার লোক অংশ নেয়। মানববন্ধনে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় এমপি শাওন বলেন, এটি একটি হত্যাকা-, এ হত্যাকারী বাস চালকদের বিচারের আওতায় আনতে হবে। এবং তাদের থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। এ ছাড়াও বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ঐকতান-৯২ এর আহ্বায়ক কামাল হোসেন শাহিন, নিহত নাজিম উদ্দিনের চাচা নুরুল হক মাস্টার প্রমুখ। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, বেপরোয়া বাস চালকদের কারণে সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল। সময় থাকতে যদি এদের কঠোর হস্তে দমন না করা হয়, তাহলে সড়কে প্রাণ ঝরার মাত্রা আরো বাড়তে থাকবে।
×