ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মংলায় দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৫০

প্রকাশিত: ০৬:৪৩, ২২ মে ২০১৮

মংলায় দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, মংলা, ২১ মে ॥ শিশুকে চড় মারাকে কেন্দ্র করে মংলায় এক গ্রামে দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ ৫০ জন আহত হয়েছে। সোমবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত থেমে থেমে চাঁদপাই ইউনিয়নের কানাই নগর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় , রবিবার চাঁদপাই ইউনিয়নের কানাই নগর গ্রামে এক শিশুপুত্রকে চড় মারে একই এলাকার আলমগীর হোসেন। এদিনই শিশুটির মা ইয়াসমিন এ ঘটনায় মংলা থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার ভোর সাড়ে ৬টায় আলমগীরের পক্ষ অবলম্বন করে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে ২০-২৫ জনের এটি দল দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙ্গে ঘুমন্ত শিশুটির পরিবারের ওপর হামলা চালায়। এতে এলাকার অন্যরাও প্রতিহত করতে এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত নারী-পুরুষসহ ৫০ জন আহত হয়। আহতদের মধ্যে- নয়ন, আবজাল, বেল্লাল, লতিফা, বেবী, নয়ন, সায়রা বেগম, রওশনারা, রিনা, কমলা, মিলিকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে দুপুরের মধ্যে হাসপাতাল ত্যাগ করেন। তবে দুপুর নাগাদ আহতদের মধ্যে গভবর্তী রিনার অবস্থার আবনতি ঘটলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। যুদ্ধাপরাধী মামলার পাঁচ আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২১ মে ॥ ভা-ারিয়া উপজেলা থেকে যুদ্ধাপরাধী মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে ভা-ারিয়া উপজেলার আসামিদের তাদের নিজ বাড়ি থেকে পিরোজপুর ডিবি পুলিশ গ্রেফতার করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ । গ্রেফতারকৃতরা হলো জেলার ভা-ারিয়া উপজেলার হেতালিয়া গ্রামের ফজলুল হক হাওলাদার, আব্দুল মান্নান হাওলাদার, আজহার আলী হাওলাদার ওরফে আজু মুন্সি, আশরাফ আলী হাওলাদার ও ভা-ারিয়া উপজেলার চরকাখালী গ্রামের মোঃ মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ। পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় যুদ্ধাপরাধী অভিযোগের আসামিদের সকালে ভা-ারিয়া থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ২০১৫ সালের ৬ অক্টোবর পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভা-ারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিজয়কৃষ্ণ বালা এ মামলাটি দায়ের করেন।
×