ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘৯৯৯’ নম্বরে ফোন করে এলাকাছাড়া হওয়া থেকে রক্ষা পেল ধর্ষিতের পরিবার

প্রকাশিত: ০৬:৪০, ২২ মে ২০১৮

‘৯৯৯’ নম্বরে ফোন করে এলাকাছাড়া হওয়া থেকে রক্ষা পেল ধর্ষিতের পরিবার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২১ মে ॥ একদিকে মেয়ে ধর্ষণের শিকার, আরেক দিকে এর প্রতিবাদ- এ দু’ই চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছিল আব্দুস সালামকে। ঘটনাটি কাউকে জানালে হত্যা হুমকি প্রদান, একই সঙ্গে পরিবারটিকে রাতারাতি এলাকাছাড়া করার পরিকল্পনা করেছিল এলাকার প্রভাবশালীরা। অবশেষে জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে রক্ষা পায় পরিবারটি। ঘটনাস্থল থেকে অসহায় পরিবারটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার রাতে সাভার মডেল থানাধীন যাদুরচর গ্রামের মতি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সেখানে পরিবার নিয়ে ভাড়া থাকতেন গ্রীল মিস্ত্রী আব্দুস সালাম। আব্দুস সালাম জানান, রবিবার রাতে তারাবির নামাজের সময় বাড়িওয়ালার বখাটে ছেলে রাজু তার মেয়েকে বাসা থেকে ডেকে নেয়। পরে দু’ সহযোগীসহ ওই কিশোরীকে ধর্ষণ করে রাজু। রাতেই ওই কিশোরী বিষয়টি জানালে তিনি দ্রুত পুলিশকে জানাতে উদ্যত হন। তবে এতে বাধা দেয় স্থানীয় প্রভাবশালীরা। দেখানো হয় হত্যা করে লাশ গুমসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি। আতঙ্কে রাতেই পরিবার নিয়ে চরম বিপাকে পড়েন তিনি।
×