ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ বছরই বাজারে আসছে মাইক্রোসফটের কম দামী ট্যাব

প্রকাশিত: ০৬:৩৬, ২২ মে ২০১৮

এ বছরই বাজারে আসছে মাইক্রোসফটের কম দামী ট্যাব

দীর্ঘদিন ধরে কম দামের সারফেস ট্যাব বাজারে নিয়ে আসতে কাজ করে যাচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এবার জানা গেল সুখবর। এ বছরই বাজারে আসছে মাইক্রোসফটের কম দামি ট্যাব। মাইক্রোসফটের এই ট্যাবের দাম হবে ৪০০ ডলারের কাছাকাছি। এ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই ট্যাব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। এখন সারফেস ট্যাবের দাম শুরু হয় ৭৯৯ ডলার থেকে। তাই বেশিরভাগ গ্রাহকই সেই ট্যাব কিনে উঠতে পারেন না। তবে এখনকার সারফেস প্রো এর মতো এত ভাল কনফিগারেশন দেখা যাবে না। এছাড়াও এই মডেলের ওজন আগের থেকে কম হলেও থাকবে কম ব্যাটারি ক্যাপাসিটি। ব্লুমবার্গের রিপোর্টে আরও বলা হয়েছে, ১০ ইঞ্চি ডিসপ্লে থাকবে কম দামের এই সারফেস ট্যাবে। ৬৪ ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে নতুন এই সারফেস ট্যাব। এছাড়াও এই ট্যাবে থাকবে এলটিই, ইউএসবি টাইপ সি পোর্ট কানেকটিভিটি। -অর্থনৈতিক রিপোর্টার
×