ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজস্ব বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন

প্রকাশিত: ০৬:৩৬, ২২ মে ২০১৮

রাজস্ব বাড়াতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন

সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে কাস্টম্স, এক্সাইজ এ্যান্ড ভ্যাট কমিশনারেট ও নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় কাস্টমস কর্মকর্তা বলেন, সঠিকভাবে ভ্যাট আদায় না হলে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয় না। এ ব্যাপারে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। সোমবার দুপুরে চেম্বার বোর্ড রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ। সভায় কাস্টম্স, এক্সাইজ এ্যান্ড ভ্যাট কমিশনারেট, সিলেট এর অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান বলেন, সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি যেসব ব্যবসায়ীগণ এখনও ইসিআর মেশিন চালু করেননি তাদেরকে ইসিআর মেশিন চালুর অনুরোধ জানান। এছাড়াও তিনি ভ্যাট স্তর অনুযায়ী ব্যবসায়ীদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানের ভ্যাট পরিশোধের আহ্বান জানান। -স্টাফ রিপোর্টার, সিলেট অফিস
×