ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জালনোট প্রতিরোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা

প্রকাশিত: ০৬:৩৪, ২২ মে ২০১৮

জালনোট প্রতিরোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা

অর্থনৈতিক রিপোর্টার ॥ রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বাজারে নগদ টাকার লেনদেন বাড়ে। এ সুযোগে নোট জালকারী চক্রের সদস্যদের অপতৎপরতা বাড়ে। এ সময় বড় বড় বিপণিবিতান ও পশুরহাট টার্গেট করে জাল টাকা ছড়িয়ে দেয়ার চেষ্টা করে জাল কারবারিরা। এটা থেকে জনসাধারণকে রক্ষা ও সচেতন করতে গত কয়েক বছর ধরে নানা ধরনের উদ্যোগ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। এবারও জালনোট প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব তফসিলি ব্যাংকে রমজানজুড়ে জনসমাগম স্থলে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র প্রচারসহ কয়েক দফা নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে, যা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বিভিন্ন উৎসবের প্রাক্কালে নোট জালকারী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পায়। রমজান মাস উপলক্ষে নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকের এটিএম মেশিনে টাকা ঢোকানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে পরীক্ষা করতে হবে। গ্রাহকের কাছ থেকে নোট নেয়া এবং গ্রাহককে নোট দেয়ার সময়ও জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে পরীক্ষা করতে হবে। ব্যাংকের শাখাসমূহে গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে পুরো ব্যাংকিং সময়ে আসল নোটের নিরপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র প্রদর্শন করতে হবে। এছাড়া রমজানজুড়ে বগুড়া জেলাসহ অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে কিংবা রাস্তার মোড়ে সন্ধ্যার পর কমপক্ষে ১ ঘণ্টা করে ভিডিও চিত্র প্রচার করতে হবে।
×