ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বীমা এজেন্ট কমিশনের উৎসে কর প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০৬:৩৪, ২২ মে ২০১৮

বীমা এজেন্ট কমিশনের উৎসে কর প্রত্যাহারের দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বীমা শিল্প বিকাশে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বীমা এজেন্ট কমিশনের বিপরীতে ১৫ শতাংশ উৎস কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশন (বিআইএ)। সোমবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ড. রুবিনা হামিদ, মনিরুল হক, ইউনিয়ন ইন্স্যুরেন্সের পরিচালক মোজাফ্ফর হোসেন পল্টু, ডেল্টা লাইফের চেয়ারম্যান মঞ্জুর আলম, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পাভেল প্রমুখ। শেখ কবির হোসেন বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বীমার এজেন্ট কমিশনের ওপর ১৫ শতাংশ উৎসে কর আরোপ করেছে। এই করের কারণে বীমা খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বীমা শিল্প বিকাশে দ্রুত এজেন্ট কমিশন কর বাতিল করা উচিত। তিনি বলেন, এজেন্টরা বীমা কোম্পানির কাছ থেকে যে কমিশন পেয়ে থাকে। ওই কমিশন হলো এজেন্টদের আয়। এই আয়ের ওপর তারা ৫ শতাংশ আয়কর দিয়ে থাকেন। ফলে তার আয়ের ওপর নতুন ১৫ শতাংশ এজেন্ট কর দিলে এটা দ্বৈতকরের সামিল। বিআইএ’র সভাপতি বলেন, বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানি ২৫ শতাংশ হারে কর্পোরেট কর দিচ্ছে। অথচ বীমা কোম্পানিগুলো তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও ৪০ শতাংশ কর্পোরেট কর দিতে হচ্ছে। তাই, বীমা শিল্প বিকাশে কর্পোরেট কর কমানোর জোর দাবি জানাচ্ছি। শেখ কবির হোসেন বলেন, পুনঃবীমা প্রিমিয়ামের ওপর মুসক প্রযোজ্য নয়।
×