ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার সাতক্ষীরার ২০০ টন আম যাবে ইউরোপে

প্রকাশিত: ০৬:৩৩, ২২ মে ২০১৮

এবার সাতক্ষীরার ২০০ টন আম যাবে ইউরোপে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পঞ্চম বারের মতো ইউরোপের বাজারে যাচ্ছে সাতক্ষীরার আম। ইতোমধ্যে বাছাইকৃত পাঁচশ চাষীকে রপ্তানিযোগ্য আম উৎপাদনে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। জৈব সার, আর্সেনিকমুক্ত পানি ও মাছি-পোকা দমনের মধ্য দিয়েই চলছে বিষমুক্ত আম উৎপাদন। সেই সঙ্গে এ বছর সাতক্ষীরার দুইশ টন আম যাবে ইউরোপের বাজারে। জেলার সাতটি উপজেলায় চলতি বছর চার হাজার একশ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ১৯৫ হেক্টর, কলারোয়া উপজেলায় ৬০২ হেক্টর, তালা উপজেলায় ৭০৫ হেক্টর, দেবহাটা উপজেলায় ৩৬৮ হেক্টর কালিগঞ্জ উপজেলায় ৮০৫ হেক্টর, আশাশুনি উপজেলায় ১২৫ হেক্টর ও শ্যামনগর উপজেলায় ১৫০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান বলেন, চলতি মৌসুমে সাতক্ষীরায় ৫০ হাজার ৫৯৯ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য চার হাজার একশ হেক্টর জমিতে পাঁচ হাজার ২৯৯টি বাগান পরিচর্যা করছেন চাষীরা। এর মধ্যে ৮৪টি বাগানের আম বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, গত চার বছর ধরে এ জেলার আম ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। গতকাল শনি থেকে আনুষ্ঠানিকভাবে বিদেশে আম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি সাতক্ষীরা থেকে পর্যায়ক্রমে দুইশ টন আম রপ্তানি করা সম্ভব হবে। প্রথম পর্যায়ে ইতালি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে আম যাচ্ছে। এরপর পর্যায়ক্রমে ইউরোপের বিভিন্ন দেশে যাবে।
×