ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিবিধ খাতের ৭৩ ভাগ কোম্পানির মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৬:৩২, ২২ মে ২০১৮

 বিবিধ খাতের ৭৩ ভাগ কোম্পানির মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৭৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এর মধ্যে ইপিএস বেড়েছে ৫৫ শতাংশ প্রতিষ্ঠানের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিবিধ খাতে ১২টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১টি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই ’১৭-মার্চ ’১৮ পর্যন্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইপিএস হয়েছে ৮টির বা ৭৩ শতাংশের এবং শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩টির বা ২৭ শতাংশ প্রতিষ্ঠানের। ইপিএস প্রকাশিত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬টির বা ৫৫ শতাংশের ইপিএস বেড়েছে এবং ইপিএস কমেছে ২টির বা ১৮ শতাংশের। আর লোকসান হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১টি মুনাফা থেকে লোকসানে গেছে। এবং আগের বছর একই সময় থেকে লোকসান কমেছে ২টির। ইপিএস সর্বোচ্চ বেড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি)। কোম্পানিটির ইপিএস ৩১ শতাংশ বেড়েছে, দ্বিতীয় সর্বোচ্চ ২৫ শতাংশ ইপিএস বেড়েছে বেক্সিমকোর এবং তৃতীয় সর্বোচ্চ ১৩ শতাংশ ইপিএস বেড়েছে খান ব্রাদার্সের। এ সময়ে ন্যাশনাল ফিড ও আমান ফিডের ইপিএস আগের বছর একই সময় থেকে কমেছে। তৃতীয় প্রান্তিকের ৯ মাসে ৩টি প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি লোকসান হয়েছে। সর্বোচ্চ লোকসান হয়েছে জিকিউ বলপেনের। কোম্পানিটির ২১৩ শতাংশ লোকসান হয়েছে। এ সময়ে দুইটি কোম্পানির শেয়ারপ্রতি লোকসান আগের বছর একই সময় থেকে কমেছে। কোম্পানি দুইটি হলো- উসমানিয়া গ্লাস এবং সাভার রিফ্রাক্টরিজ। ডিএসইর তথ্যানুসারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চলতি প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৭ টাকা। যা আগে ছিল ০.৭৮ টাকা। অর্থাৎ ৩১ শতাংশ বেড়েছে। বেক্সিমকোর শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১.০৯ টাকা, যা আগে ছিল ০.৮৭ টাকা। অর্থাৎ ২৫ শতাংশ আয় বেড়েছে। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ০.৬২ টাকা। যা আগে ছিল ০.৫৫ টাকা। অর্থাৎ ১৩ শতাংশ আয় বেড়েছে। আরামিট লিমিটেডের আয় দাঁড়িয়েছে ৭.৫৪ টাকা। যা আগে ছিল ৭.০১ টাকা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বেড়েছে ৮ শতাংশ। সিনোবাংলার মুনাফা হয়েছে ১.২৫ টাকা। যা আগে ছিল ১.২১ টাকা। মিরাকলের ইপিএস দাঁড়িয়েছে ০.৯১ টাকা। যা আগে ছিল ০.৮৯ টাকা। অন্যদিকে মুনাফা কমা কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.২৫ টাকা। যা আগে লাভ ছিল ১.১০ টাকা। উসমানিয়া গ্লাসের লোকসান হয়েছে ১.৪৯ টাকা। যা আগে ছিল লোকসান ৫.৩১ টাকা। সাভার রিফ্যাক্টরিজের লোকসান হয়েছে দশমিক ৮৬ টাকা, যা আগে ছিল দশমিক ১.১৬ টাকা। অর্থাৎ লোকসান আগের তুলনায় কিছুটা কমেছে। ন্যাশনাল ফিড মিল নামের নতুন তালিকাভুক্ত কোম্পানির মুনাফা দশমিক ৫২ টাকা। একই মুনাফা আগে ছিল দশমিক ৭২ টাকা। একইভাবে আমান ফিডের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.৩২ টাকা। যা আগে ছিল ৩.৭৫ টাকা।
×