ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৬:৩১, ২২ মে ২০১৮

ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হাসপাতালে ভর্তি

ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পশ্চিম তীরের একটি হাসপাতালে নেয়া হয়েছে। রবিবার তাকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন চিকিৎসক ও ফিলিস্তিনী কর্মকর্তারা, কিন্তু নেতার অবস্থা সম্পর্কে তারা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। ৮২ বছর বয়সী আব্বাসকে এ নিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো হাসপাতালে নেয়া হলো। গত মঙ্গলবার আব্বাসের কানে ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু শনিবার রাতে কিছু সময়ের জন্য তাকে ফের রামাল্লার আল-ইসতিশারি হাসপাতালে ফিরতে হয়েছিল, জানিয়েছে ফিলিস্তিনী সরকারী বার্তা সংস্থা ওয়াফা। এরপর রবিবার ফের তড়িঘড়ি করে তাকে হাসপাতালে ফিরিয়ে আনা হয়, এবার শুধু ‘মেডিক্যাল টেস্টের’ জন্য তাকে আনা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। -আল জাজিরা সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুতি যোদ্ধাদের ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের জিজান প্রদেশের একটি বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সৌদি আরবের বিমান হামলার জবাবে এ হামলা চালিয়েছে তারা। খবর ওয়েবসাইটের। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, সোমবার আনসারুল্লাহ যোদ্ধারা বদর-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জিজান বিমানন্দরে হামলা চালায় এবং ক্ষেপণাস্ত্রটি সফলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে সৌদি আরবের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করেছে। ইউরোপকে কাজে প্রমাণ দিতে হবে ॥ জারিফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতার প্রতি ইউরোপীয় দেশগুলোর রাজনৈতিক সমর্থন যথেষ্ট নয় বরং এসব দেশকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র জ্বালানি বিষয়ক প্রধান মিগুয়েল আরিয়াস ক্যানেটের সঙ্গে তেহরানে এক সাক্ষাতে এ আহ্বান জানান জারিফ। তিনি বলেন, ইইউ’র পক্ষ থেকে যখন পরমাণু সমঝোতা অক্ষুণœ রাখার আশ্বাস দেয়া হচ্ছে তখন ইউরোপের বৃহৎ কোম্পানিগুলো ইরানের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানাচ্ছে। খবর ওয়েবসাইটের। এটিকে ইউরোপের দ্বৈত নীতি হিসেবে উল্লেখ করে জারিফ বলেন, এ অবস্থার অবসান ঘটাতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর এটি বাস্তবায়নের বিষয়ে ইউরোপের কাছে জনমতের আশা অনেক বেড়ে গেছে।
×