ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরো বিজয়ী

প্রকাশিত: ০৬:২৯, ২২ মে ২০১৮

ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরো বিজয়ী

ভেনিজুয়েলায় রবিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে (৫৫) বিজয়ী ঘোষণা করা হয়েছে। তবে প্রেসিডেন্ট মাদুরোর প্রতিদ্বন্দ্বী হেনরি ফ্যালকন নির্বাচনের ফল প্রত্যাখান করেছেন। তিনি নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। খবর এএফপির। বিপর্যস্ত অর্থনৈতিক সঙ্কটের অধীনে থাকা ভেনিজুয়েলায় এবারের নির্বাচনে মাত্র ৪৬ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল। অধিকাংশ বিরোধী দল নির্বাচন বর্জন করেছে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায় সমালোচনা করেছে। কিন্তু তারপরও মাদুরো দ্বিতীয়বারের মতো ছয় বছরের জন্য নির্বাচিত হলেন। মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী হেনরি ফ্যালকন (৫৬) নির্বাচনী ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে এক সংবাদ সম্মেলনে জানান, আমরা এই নির্বাচনী প্রক্রিয়াকে বৈধ হিসেবে অস্বীকৃতি জানাচ্ছি। আমাদের জন্য এটি কোন নির্বাচন নয়। আমরা ভেনিজুয়েলার জন্য একটি নতুন নির্বাচন চাই। আগে কখনও কোন প্রেসিডেন্ট প্রার্থী ৬৮ শতাংশ জনপ্রিয় ভোট (পপুলার ভোট) পাননি। রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের বাসভবন মিরাফ্লোরস প্যালেসের বাইরে হাজার হাজার সমর্থকের উদ্দেশে দেয়া এক ভাষণে মাদুরো তার বিজয়কে ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করেছেন। সরকারী ফলে মাদুরো ৬৭ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছেন বলে জানান হয়েছে। এই নির্বাচনে ফ্যালকন ২১ দশমিক দুই শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। নির্বাচনের আগে এক জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল। সাবেক বামপন্থী হুগো শ্যাভেজের রাজনৈতিক উত্তরাধিকারী মাদুরো। ২০১৩ সাল থেকে তিনি ক্ষমতাসীন। তেল উৎপাদনে এক সময়ের ধনী দেশটিতে এখন অর্থনৈতিক দুরবস্থা বিরাজ করছে। নবেম্বর অথবা ডিসেম্বরে নতুন নির্বাচন দাবি করেন ফ্যালকন। মাদুরোর সরকার এবারের নির্বাচন কয়েক মাস এগিয়ে নেয়। যা আন্তর্জাতিকভাবে সমালোচিত। এছাড়া প্রধান রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছে। ভেনিজুয়েলায় মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি, খাদ্য সঙ্কট ও ওষুধের ঘাটতির প্রেক্ষিতে অপরাধ বেড়ে গেছে।
×