ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাওরান বাজারে কলার আড়তে ডিএমপি মোবাইল কোর্টের অভিযান

প্রকাশিত: ০৬:০৯, ২২ মে ২০১৮

কাওরান বাজারে কলার আড়তে ডিএমপি মোবাইল কোর্টের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাওরান বাজারে কলার আড়তে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে অভিযানে চালানো হয়। এ সময় সাংবাদিকদের উপস্থিতিতে একটি দোকানে ক্ষতিকারক বাই-কার্বনেট কেমিক্যালের গ্যালন পাওয়া যায়। এ ছাড়া ৫০ কাঁদি কলা জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কলা দ্রুত পাকানোর জন্য ক্ষতিকারক এই কেমিক্যাল ব্যবহার করা হতো। সরজমিনে মোর্শেদ এন্টারপ্রাইজে নামের একটি দোকানে গিয়ে বিপুলসংখ্যক কাঁচা কলার ও আধাপাকা কলার কাঁদি দেখা যায়। দোকানের এক কোণে একটি প্লাস্টিকের পর্দার নিচে সবুজ কলাগুলো ঢেকে রাখা হয়। এর পেছনেই ক্যাশ বাক্স। ক্যাশ বাক্সের সামনেই ছিল একটি খালি গ্যালন। গ্যালনে বাই-কার্বোনেট লেখা।
×