ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাওরান বাজারে ফলের আড়তে অভিযান ॥ অপরিপক্ব আম জব্দ

প্রকাশিত: ০৬:০৯, ২২ মে ২০১৮

কাওরান বাজারে ফলের আড়তে অভিযান ॥ অপরিপক্ব আম জব্দ

স্টাফ রিপোর্টার ॥ আবারও রাজধানীর কাওরান বাজারের ফলের আড়ত থেকে অপরিপক্ব আম জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সোনার বাংলা বাণিজ্যালয়ের মোট ৩৫০ কেজি আম জব্দ করা হয়। এর ৬ দিন আগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত একই ফলের আড়তে ৪০০ মণ আম জব্দ করে। ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, আমগুলো অপরিপক্ব ছিল। সরকার নির্ধারিত তারিখের আগেই গাছ থেকে আম পেড়ে এখানে বিক্রি করা হচ্ছিল। সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে অভিযানের শুরুতেই সোনার বাংলা বাণিজ্যালয়ে যান তিনি। এ সময় আম নিয়ে নিজেই ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে পরীক্ষা করেন। সঙ্গে উপস্থিত ছিলেন পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের ফিল্ড অফিসার এ এফ এম হাসিবুল হাসান। এ সময় অনেক আম আঁটিসহ মাঝ বরাবর দু’ভাগ হয়ে যাওয়ায় সেগুলোকে অপরিপক্ব হিসেবে শনাক্ত করা হয়। পরে তা জব্দের নির্দেশ দেয়া হয়। আমগুলোর ভেতরে হালকা হলুদ ও সবুজ রংয়ের আর আঁটিগুলো সম্পূর্ণ সাদা। অপরিপক্ব আম বিক্রির অভিযোগে দোকানের ৩৫০ কেজি আম (২৫ কেজি করে ১৪ ক্যারট) জব্দ করে সেগুলো বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সোনার বাংলা বাণিজ্যালয়ের মালিক কিংবা কর্মচারী কাউকে দোকানে পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের সংবাদ পেয়ে অন্যান্য আড়তদার ও ব্যবসায়ীরাও পালিয়ে যান।
×