ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাজায় গণহত্যায় বিএনপির মুখ বন্ধ কেন ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৬:০৮, ২২ মে ২০১৮

গাজায় গণহত্যায় বিএনপির মুখ বন্ধ কেন ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ফিলিস্তিনের গাজায় গণহত্যায় বিএনপির মুখ বন্ধ কেন? যারা নির্বাচন আসলে ইসলামের কথা বলে মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করে তাদের (বিএনপির) মুখে ফিলিস্তিনে যে আজকে পাখি শিকারের মতো মানুষ হত্যা করা হচ্ছে এর কোন প্রতিবাদ আমরা শুনতে পাইনি। বিএনপি অফিসে সকাল-বিকেল সংবাদ সম্মেলন এবং প্রেসক্লাব ও তাদের অফিসের সামনে মানববন্ধন করা হয় শুধুমাত্র বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচন নিয়ে। কিন্তু এখন যে ফিলিস্তিনীদের হত্যা করা হচ্ছে তা নিয়ে একটি শব্দও বিএনপির পক্ষ থেকে বলা হয়নি। আমরা এর তীব্রনিন্দা জানাই। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত ‘ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে’ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে অন্যায় সেখানেই তার প্রতিবাদ করছেন। ফিলিস্তিনে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান নির্বিশেষে সকলেই এর প্রতিবাদ জানালেও প্রতিবাদ জানায়নি শুধুমাত্র বিএনপি আর জামায়াত। ভোট এসেছে তারা (বিএনপি-জামায়াত) এখন ইসলামের কথা বলে ভোট চাইবে এরা আসলে ইসলামকে নিয়ে ব্যবসা করে। যখন মুসলমানদের উপর অন্যায়, অত্যাচার হয় তখন সেটি নিয়ে কোন কথা তারা বলে না। ‘আগামী নির্বাচনের সঙ্গে বেগম জিয়ার মুক্তির কোন সম্পর্ক নেই’ সম্প্রতি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পুনরাবৃত্তি করে হাছান মাহমুদ বলেন, বেগম জিয়ার মুক্তি আর নির্বাচনের মধ্যে কোন সম্পর্ক নেই। তিনি কোন রাজনৈতিক বন্দী নন, তিনি দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত বন্দী। সুতরাং দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত বন্দীর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই। এরশাদ সাহেব যখন জেলে ছিলেন তখন নির্বাচন বসে থাকেনি। বেগম জিয়া জেলে এজন্যও নির্বাচন বসে থাকবে না। ‘নির্বাচন অংশগ্রহণমূলক না হলে দেশে গণতন্ত্র ব্যাহত হবে’ সাম্প্রতিক বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আপনারাই গত নির্বাচনে অংশগ্রহণ না করে গণতন্ত্রকে ব্যাহত করতে চেয়েছিলেন। আবারও সেই ষড়যন্ত্রে আপনারা লিপ্ত আছেন। এই ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মাওলা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
×