ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবি ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ॥ ট্রাস্ট পরিবহনের পাঁচ বাস আটক শিক্ষার্থীদের

প্রকাশিত: ০৪:৩৩, ২১ মে ২০১৮

ঢাবি ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ॥ ট্রাস্ট পরিবহনের পাঁচ বাস আটক শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের এক ছাত্রীকে অশালীন আচরণের অভিযোগে ট্রাস্ট পরিবহনের পাঁচটি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে শাহবাগ থেকে বাসগুলো আটক করে তারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে নিয়ে আসে। গত বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজার মোড়ে ট্রাস্ট পরিবহনের এক সহকারী ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী। এছাড়াও তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয় বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমাদের এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ছাত্ররা ট্রাস্ট পরিবহনের কয়েকটি বাস আটক করেছে। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আসছেন। এলে শাহবাগ থানায় বিষয়টি সমাধান করা হবে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান, শিক্ষার্থীরা কয়েকটি বাস আটকে রেখেছে।
×