ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘আহত ফুলের গল্প’ চলচ্চিত্রে কামরুজ্জামান কামু

প্রকাশিত: ০৪:২৮, ২১ মে ২০১৮

 ‘আহত ফুলের গল্প’ চলচ্চিত্রে  কামরুজ্জামান  কামু

স্টাফ রিপোর্টার ॥ ‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও করি প্রেমের তর্জমা’, ‘তোমার বাড়ির রংয়ের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়েনা’সহ বহু জনপ্রিয় গানের গীতিকার কামরুজ্জামান কামু এবার সিনেমার জন্য লিখলেন নতুন গান। ‘আমি তোমায় চাইরে বন্ধু, তুমি যাও ছাড়িয়া’ শিরোনামে এ গানটি অন্তু আজাদ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’ চলচ্চিত্রের জন্য লিখেছেন।বিরহী সুরে মাতানো এ গানটিতে সুর করার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন- ম্যাজিক বাউলিয়ানা ২০১৬-এর চতুর্থ রানার আপ কামুরুজ্জামান রাব্বি। গানটির সুর ও কণ্ঠ দেয়ার মধ্যদিয়ে সুরকার ও গায়ক হিসেবে চলচ্চিত্রের গানে শুভ সূচনা হতে যাচ্ছে রাব্বির। গানটির জন্য সঙ্গীত আয়োজন করছেন পিন্টু ঘোষ ও রোকন ইমন। ৩টি মৌলিক গান, একটি রবীন্দ্র সঙ্গীত এবং একটি উত্তর বঙ্গের বিয়ের গীত নিয়ে সাজানো হয়েছে নির্মিতব্য চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’। পিতৃতান্ত্রিক বাংলাদেশের মুসলিম সমাজব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতির রসায়নে গড়ে উঠেছে চলচ্চিত্রের গল্প। যা আধুনিক যান্ত্রিক চাপে পিষ্ট মানুষের আবেগ ও উপলব্ধিকে স্পর্শ করবে বলে প্রত্যাশা করছেন পরিচালক অন্তু আজাদ।
×