ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীহার আহমেদের কথায় কণ্ঠ দিলেন তাহসান

প্রকাশিত: ০৪:২৮, ২১ মে ২০১৮

নীহার আহমেদের কথায় কণ্ঠ দিলেন তাহসান

স্টাফ রিপোর্টার ॥ গীতিকবি নীহার আহমেদের লেখা গানে প্রথম বারের মতো তাহসান কণ্ঠ দিলেন। ‘একলা থাকার প্রহরগুলোয়, দুকলা থাকি, অনুভবের রং তুলিতে, তোমায় আঁকি, হাজার জনের ভীড়ে আমি, একলা হয়ে যাই, একলা হলেই আমার মাঝে, তোমায় খুঁজে পাই, আমি একলা হতে চাই, আমি একলা হতে চাই‘ এমন কথার গানটিতে সুরারোপ করেছেন বেলাল খান। সাজিদ সরকারের সঙ্গীতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয় মোহাম্মদপুরের একটি স্টুডিওতে। সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিতব্য গানটি প্রসঙ্গে তাহসান বলেন-সুন্দর ও মিষ্টি কথার সুরেলা একটি গান করেছি আমরা। নীহার আহমেদ বেশ ভাল লিখেছেন বেলাল খানের সুরও হৃদয় ছোঁয়া। সাজিদ সরকারের সঙ্গীতায়োজন প্রশংসনীয়। আমি ভাল গাওয়ার চেষ্টা করেছি। শীঘ্রই গানটির সুন্দর একটি মিউজিক ভিডিওর কাজ শুরু হবে। নীহার আহমেদ বলেন-তাহসান ভাই এর জন্য প্রথম বারের মতো গানের কথা লিখলাম, চেষ্টা করেছি যথাযথ ছন্দ-ব্যাকরণ মেনে কাব্যমান ঠিক রাখতে। তাহসান ভাই গেয়েছেন অনেক ভাল গেয়েছেন। বেলাল খানের সুরে বরাবরের মতো হৃদয় ছোঁয়া দরদ ছিলো। আশা নয়; বিশ্বাস করি-ভাল একটা কিছু হতে যাচ্ছে।
×