ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাদ্য খাতের ৫৩ শতাংশ কোম্পানির মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৪:১৫, ২১ মে ২০১৮

খাদ্য খাতের ৫৩ শতাংশ কোম্পানির মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৫৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এর মধ্যে ইপিএস কমেছে ৪৭ শতাংশ প্রতিষ্ঠানের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৮ প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জানুয়ারি ১৮- মার্চ ’১৮ পর্যন্ত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইপিএস হয়েছে ৯টির বা ৫৩ শতাংশের এবং শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮টির বা ৪৭ শতাংশ প্রতিষ্ঠানের। ইপিএস হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮টির বা ৪৭ শতাংশের ইপিএস বেড়েছে এবং ইপিএস কমেছে ১টির বা ৬ শতাংশের। আর লোকসান হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টির বা ২৯ শতাংশের লোকসান আগের বছর থেকে বেড়েছে এবং লোকসান কমেছে ১৮ শতাংশ প্রতিষ্ঠানের। ইপিএস সর্বোচ্চ বেড়েছে রহিমা ফুডের। কোম্পানিটির ইপিএস ৬ হাজার ৯৩৮ শতাংশ বেড়েছে, দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৫ শতাংশ ইপিএস বেড়েছে বঙ্গজের এবং তৃতীয় সর্বোচ্চ ৬৬ শতাংশ ইপিএস বেড়েছে এপেক্স ফুডের। এ সময়ে শুধুমাত্র এমারেল্ড অয়েলের ইপিএস ৯৮ শতাংশ কম হয়েছে। তৃতীয় প্রান্তিকের ৯ মাসে ৮ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি লোকসান হয়েছে। সর্বোচ্চ লোকসান বেড়েছে জিলবাংলা সুগারের। কোম্পানিটির ১২১ শতাংশ লোকসান আগের বছর একই সময় থেকে বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ শতাংশ লোকসান বেড়েছে শ্যামপুর সুগারের এবং তৃতীয় সর্বোচ্চ ৭৩ শতাংশ লোকসান বেড়েছে ফাইন ফুডের। এ সময়ে তিন কোম্পানির শেয়ারপ্রতি লোকসান আগের বছর একই সময় থেকে কমেছে। কোম্পানি তিনটি হলোÑ বিচহ্যাচারি, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং ন্যাশনাল টি।
×