ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৪:০৬, ২১ মে ২০১৮

যশোরে হত্যা মামলার  বাদীর ছেলেকে  কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের আলোচিত ইজিবাইক চালক রুবেল হত্যা মামলার বাদীর ছেলে আজাদ হোসেনকে (২০) পিটিয়ে জখম করেছে শহরের শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলসহ তার বাহিনীর লোকজন। আহত আজাদ শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকার আলিম উদ্দিন ও রুবেল হত্যা মামলার বাদী রুবেলের বোন নাজমা খাতুনের ছেলে। আহত আজাদ পেশায় একজন ইজিবাইক চালক। গত শনিবার সন্ধ্যার দিকে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় শহরের শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলসহ তার বাহিনীর লোকজন আজাদের ওপর হামলা করে। এ ঘটনায় রাত সাতটার দিকে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছে তারা। রবিবার দুপুর সাড়ে ১২ টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে তারা জানান, আজাদ বিকেলে ইজিবাইক চালিয়ে রেলগেট থেকে চাঁচড়া চেকপোস্টের দিকে যাচ্ছিল। এসময় পূর্বপরিকল্পিতভাবে ওঁৎপেতে থাকা ম্যানসেল বাহিনীর সদস্য রেলগেট পশ্চিমপাড়ার মাদক দম্পতি রেখা-ফারুকের দুই ছেলে সাগর ও রমজান, শীর্ষ সন্ত্রাসী মেহেবুব আলম ম্যানসেলের খালু রেলগেট পশ্চিমপাড়ার সেকেন্দারের ছেলে রাজ্জাক ও উজ্জল, রেলগেট এলাকার কানা বাসারের ছেলে তুহিন, রেলস্টেশন পাড়ার টুলুর দুই ছেলে জাফর ও জাহিদ এবং শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার ফারুক হোসেনের ছেলে সাহেদ হোসেন নয়ন ওরফে হিটার নয়নসহ নাম না জানা অজ্ঞাত আরও ৩/৪ জন এ হামলা করে।
×