ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ০৪:০৩, ২১ মে ২০১৮

মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে বাস  চলাচল  বন্ধ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা। শরণখোলা উপজেলা ভাইস চেয়রম্যান একজন বাস মালিককে লাঞ্ছিত করার অভিযোগে রবিবার বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। শরণখোলা-মোরেলগঞ্জ ও মংলা বাস মিনিবাস সমিতির সভাপতি অধ্যাপক শামীম আহসান পলাশ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, রবিবার বেলা ১০টার দিকে শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ অন্যায়ভাবে বাস মালিক আলমগীর ফরাজীকে মারধর করেন। এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সকল লোকাল বাস বন্ধ থাকবে এবং সোমবার থেকে দূর পাল্লার সকল পরিবহনও বন্ধ করে দেয়া হবে। এ বিষয়ে সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান বলেন, কাউকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি। ওখানে একটি ইজিবাইকের ২ নারী যাত্রীকে বাস শ্রমিকরা লাঞ্ছিত করেছে। তারা শরণখোলা হাসপাতালে ভর্তি হয়েছে। হঠাৎ সামনে পড়ায় আমি ওই ঘটনার প্রতিবাদ করেছি মাত্র। এ রুটে প্রতিদিন ৩০টি লোকাল ও ২৫টি দূরপাল্লার পরিবহন যাতায়াত করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বাস মালিকদের এমন কর্মসূচীতে শ’ শ’ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার ভাইজি শারমিন আক্তার শিমু তার স্বামী ও অপর ভাইজি সুমি আক্তার ইজিবাইকে করে শরণখোলা-মোড়েলগঞ্জ সড়কের লাকুড়তরা পৌঁছলে বাস শ্রমিকরা ইজিবাইক থেকে তাদের নামিয়ে লাঞ্ছিত করে। এ ঘটনায় ভাইস চেয়ারম্যান প্রতিবাদ করেন।
×