ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে জামাতার হাতে শাশুড়ি খুন

প্রকাশিত: ০৪:০২, ২১ মে ২০১৮

 মৌলভীবাজারে জামাতার  হাতে শাশুড়ি খুন

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২০ মে ॥ পারিবারিক কলহের জের ধরে মৌলভীবাজারে জামাতার হাতে শাশুড়ি রুকেয়া বেগম খুন হয়েছেন। শনিবার রাত ২ টার দিকে শহরের শমসেরনগর রোডের সৈয়ারপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, জামাতা মোহাম্মদ আলী রাজমিস্ত্রির কাজ করত এবং সে অন্যত্র বসবাস করত। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৈয়ারপুরস্থ বাসায় স্ত্রীর সঙ্গে দেখা করতে আসে। রাতে খাওয়ার পর শাশুড়ি রুকেয়া বেগম, তার মেয়ে ও নাতিন নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে শাশুড়ি রুকেয়া বেগমের সঙ্গে জামাতা মোহাম্মদ আলীর কথা কাটাকাটি হয়। হঠাৎ জামাতা মোহাম্মদ আলী ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে শাশুড়ির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় রুকেয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নীলফামারীতে গৃহবধূ স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, গৃহবধূ বেবী আক্তারের (২৮) মরদেহ ঘরের বিছানায় ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ভাসুর ও দেবররা। সদর উপজেলার চাপড়া সরনজানী ইউনিয়নের লতিফ চাপড়া ঘুঘুটারি গ্রামে শনিবার রাতে এই ঘটনা ঘটে। রবিবার দুপুরে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করে। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের দক্ষিণ কুন্দুপুকুর ফকিরটারি গ্রামের বেলাল হোসেনের মেয়ে বেবী আক্তার। বিগত আট বছর আগে বিয়ে হয় সদর উপজেলার চাপড়া সরনজানি ইউনিয়নের লতিফ চাঁপড়া ঘুঘুটারি গ্রামের আতিয়ার রহমানের ছেলে আতোয়ার রহমানের সঙ্গে। তাদের ৫ বছরের আয়শা সিদ্দিকা নামের এক মেয়ে সন্তান রয়েছে। বেবী আক্তার ঘর সংসারের পাশাপাশি নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে কর্মরত ছিল। বাবা বেলাল হোসেন জানান, ইফতারের পর রাত আটটার দিকে মোবাইলে তাদের সঙ্গে মেয়ে কথা বলেছিল। মোবাইলে বেবী জানায়, তাকে তার স্বামী ইপিজেডের চাকরি ছেড়ে দেয়ার জন্য নির্যাতন করে আসছে। ঘটনার দিন শনিবার বিকেল ৫টায় তাদের মেয়ে ইপিজেডের কাজ শেষে প্রতিদিনের ন্যায় স্বামীর বাড়িতে ফিরে এলে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হয় বলে তাদের মেয়ে অবগত করেছিল। এরপর রাত ১০টার দিকে খবর পাই আমার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত বেবী আক্তারের বাবা আরও জানায়, এ খবর পেয়ে আমরা ছুটে যাই মেয়ের শ্বশুরবাড়ি। গিয়ে দেখি বাড়ির প্রতিটি ঘরে তালা ঝুলছে। কিন্তু আমার মেয়ের ঘরের দরজায় তালা ছিল না। বাড়িতে মেয়ের স্বামীসহ শ্বশুর-শাশুড়ি ভাসুর ও দেবরের পরিবারের কোন সদস্য বাড়িতে নেই। উপজেলার চাপড়া সরনজানি ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমানকে ডেকে এনে আমরা মেয়ের ঘরে প্রবেশ করে দেখি বিছানায় আমার মেয়ে বেবী আক্তার মৃত অবস্থায় পড়ে রয়েছে। তার শরীরে আমরা আঘাতের ফোলা জখমের চিহ্ন দেখতে পাই। টাঙ্গাইলে যুবক নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, ধনবাড়ীতে নিখোঁজ হওয়ার দু’দিন পর ধোপাখালী ইউনিয়নের নরিল্লা গ্রামের পুকুর থেকে ইসমাইল (২৮) নামের এক যুবকের লাশ রবিবার দুপুরে উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ। নিহত ইসমাইল ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের নরিল্লা চরাবাড়ি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে। তবে মামলার স্বার্থে আটক দু’জনের নাম পরিচয় জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ধনবাড়ী থানা পুলিশ। নিতহ ইসমাইলের ভগ্নিপতি আব্দুল হামিদ জানান, ইসমাইল গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ হন। ইসমাইলের স্ত্রী বীনার কাছে ওই রাতে কে বা কারা মোবাইল ফোনে জানান ইসমাইলকে পুলিশে ধরে নিয়ে গেছে। পরদিন শুক্রবার থানায় খোঁজ করে না পেয়ে নানা সন্দেহ দেখা দেয়। বিভিন্ন জায়গায় খোঁজ করতে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। শনিবারও বিভিন্ন স্থানে সন্ধান করে ইসমাইলের খোঁজ পায়নি পরিবার। রবিবার দুপুরে নরিল্লা কলেজের দক্ষিণ-পূর্ব পাশের মজা পুকুর থেকে গাছের ডাল তুলতে গিয়ে স্থানীয়রা নিখোঁজ ইসমাইলের লাশ দেখতে পান। রংপুরে শিশু নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, রংপুরের বদরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে লিমন বাবু নামে সাড়ে তিন বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাচাবাড়ি ডাঙ্গিরপাড় এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত লিমন বাবু ওই এলাকার লাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, রবিবার সকাল থেকেই লিমন বাবুকে পাওয়া যাচ্ছিল না। দুপুরের এক ভুট্টা ক্ষেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। চরফ্যাশনে রাখাল নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ভোলা থেকে জানান, চরফ্যাশনের মুজিব নগর ও গলাচিপা সীমান্তবর্তী চিতিল হাড়ি নদী থেকে রবিবার দুপুরে নূরনবী (৫৫) নামের এক রাখালের লাশ উদ্ধার করেছে দুলার হাট থানা পুলিশ। নিহত নূরনবী উপজেলার চরমোতাহার গ্রামের বাদশা মিয়ার মহিষ রাখাল। রংপুর জেলার মৃত সামসু মিয়ার ছেলে। সাভারে শিক্ষার্থী নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, এক স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সাভারে নিজ বাড়িতে ইয়াসিন আসিক (১৫) নামের স্কুল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে পৌর এলাকার মজিদপুর মহল্লার জনৈক আজাব হোসেনের পুত্র ও শাহীবাগ এলাকার ল্যাবরেটরি স্কুলে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল।
×