ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

প্রকাশিত: ০৩:৫৯, ২১ মে ২০১৮

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ

শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো সামার ২০১৮ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম। এ পরিচিতি অনুষ্ঠানে অংশ নেয় নবীন শিক্ষার্থীরা। চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় অনুষ্ঠানে। নতুন ভর্তি হওয়া ১৪০৩ শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাস্থান অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে টিউশন ফি’র ওপর ১০০% পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন ও বিচার মন্ত্রণালয়ের মাননীয় সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে আইন ও বিচার সচিব নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা অনেক সৌভাগ্যবান কারণ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো একটি মানসম্মত বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি হতে পেরেছ। তিনি ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জন করে অর্জিত জ্ঞান জাতির উন্নয়নে প্রয়োগ করার আহ্বান জানান। -বিজ্ঞপ্তি
×