ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে সড়ক দখল করে ইট বালুর ব্যবসা ॥ ভোগান্তি

প্রকাশিত: ০৩:৫৭, ২১ মে ২০১৮

বরিশালে সড়ক দখল  করে ইট বালুর ব্যবসা ॥  ভোগান্তি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি ও জাদুঘরে যাতায়াতের একমাত্র সড়কের একাংশ দখল করে দীর্ঘদিন থেকে ইট ও বালুর ব্যবসা করে যাচ্ছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি। জমজমাট এ ব্যবসার কারণে ওই সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির শিকার হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর বেইলি ব্রিজ থেকে লাশ ঘাটা সড়কের। সরেজমিনে দেখা গেছে, জনগুরুতপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন দেশ-বিদেশের পর্যটকরা বীরশ্রেষ্ঠের বাড়ি, জাদুঘর ও কলেজে যাতায়াত করছেন। আগরপুর বেইলি ব্রিজ থেকে লাশ ঘাটা পর্যন্ত সড়কের দুইপাশসহ সড়কের বৃহৎ অংশ দখল করে কয়েকজন প্রভাবশালী ইট ও বালুর স্তূপ করে রমরমা ব্যবসা করে যাচ্ছেন। স্থানীয়রা যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য সড়ক থেকে ইট ও বালু সরিয়ে নেয়ার জন্য একাধিকবার তাগিদ দিলেও প্রভাবশালীরা বীরদর্পে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে পথচারীদেরও চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা জানান, ঈদকে সামনে রেখে সড়ক দখল করে স্তূপ করে রাখা বালু ও ইট সরিয়ে নেয়া না হলে যানবাহন চলাচল করতে গিয়ে অহরহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
×