ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোহনপুরে নলকূপের ভাড়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ০৩:৫৫, ২১ মে ২০১৮

মোহনপুরে নলকূপের  ভাড়া নিয়ে সংঘর্ষে  আহত ১৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুরে গভীর নলকূপের ভাড়া আদায়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। রবিবার সকালে উপজেলার তেঘরমাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষকরা জানায়, উপজেলার জাহানাবাদ ইউনিয়নের তেঘরমাড়িয়া গ্রামের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপ নিয়ে কৃষক ও অপারেটরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কৃষকের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগে কয়েক মাস আগেও গভীর নলকূপ অপারেটর ও কৃষকের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপক্ষ নিয়ে বৈঠক বসে চলতি বোরো মৌসুমের জন্য ১ বিঘা জমির খরচ বাবদ ১ হাজার ৬শ’ ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। রবিবার সকাল ৮টার সময় তেঘরমাড়িয়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে আমির আলী, জমির আলী ও মকলেছ আলীর ছেলে তাজমহলসহ কয়েক কৃষক বিলে বোরো ক্ষেতের ধান কাটতে যায়। ওই সময় গভীর নলকূপের অপারেটর নায়েব আলীসহ তার লোকজন ভাড়া চাইতে গেলে উভয় পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন তেঘরমাড়িয়া গ্রামের নায়েব আলী, বাবুল আক্তার, জামাল উদ্দিন, আলমঙ্গীর হোসেন, মুনসুর রহমান, শুকুর ওরফে ইসমাইল, জাহাঙ্গীর আলমের স্ত্রী ফরিদা বেগম, ইসমাইল হোসেনের স্ত্রী আদরী বেগম। এদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
×