ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেবাচিমে ঘন ঘন লোডশেডিংয়ে রোগীদের ভোগান্তি

প্রকাশিত: ০৩:৫৩, ২১ মে ২০১৮

শেবাচিমে ঘন ঘন  লোডশেডিংয়ে রোগীদের  ভোগান্তি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ওয়েস্ট জোন বরিশালের বিদ্যুত বিতরণ বিভাগের গুরুত্বপূর্ণ বিদ্যুত সঞ্চালন লাইনের মধ্যে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবাকেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সঞ্চালন বিভাগ। গত কয়েক দিন থেকে গরম শুরু হতে না হতেই এ গুরুত্বপূর্ণ বিদ্যুত সঞ্চালন লাইনের গ্রাহক ও শেবাচিম হাসাপাতালে ঘন ঘন লোডশেডিংয়ে হাসপাতালের রোগী, স্বজন ও কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে সঞ্চালন লাইনের আওতাভুক্ত গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, নগরীর চাঁদমারী ওয়েস্ট জোন বিদ্যুত বিভাগের কতিপয় কর্মকর্তা ও শ্রমিক নেতা শেবাচিম হাসপাতালের গুরুত্বপূর্ণ বিদ্যুত সঞ্চালন লাইনে চাহিদার বিপরীতে বরফ কলসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের সংযোগ প্রদান করেছেন। এতে করে এসব শিল্প প্রতিষ্ঠানের চাহিদা শুরু হলেই ঘন ঘন বিদ্যুত যাওয়ার নামে লোডশেডিংয়ে পড়তে হচ্ছে শেবাচিম হাসপাতালের রোগী, স্বজন, কর্তব্যরত চিকিৎসক ও বিদ্যুত সঞ্চালনের কয়েক হাজার গ্রাহকের। ঘন ঘন বিদ্যুত আসা-যাওয়ার বিষয়ে বরিশাল ওয়েস্ট জোন বিদ্যুত বিতরণ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোঃ ফারুক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কনট্রোল রুমে যোগাযোগ করতে বলেন। কনট্রোল রুমের দায়িত্বরতরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিদ্যুত সঞ্চালন লাইনে বিভিন্ন ত্রুটি মেরামতের কারণে বিদ্যুত সংযোগ বন্ধ রাখা হচ্ছে।
×