ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রকাশিত: ০৩:৫৩, ২১ মে ২০১৮

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অধীনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসোরেন্স সেল্ফ (আইকিউএসি) কর্তৃক পরিচালিত ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুটি বিভাগের উদ্যোগে ‘শেয়ারিং দি সার্ভে রেজাল্ট’ শীর্ষক কর্মশালা শনিবার উক্ত কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে পৃথকভাবে অনুষ্ঠিত হয়। দুটি কর্মশালারই উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। সকাল ১০টায় ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের কর্মশালা শুরু হয়। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন উত্তরা ইউনির্ভাসিটির স্কুল অব সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন। সভাপতিত্ব করেন বিভাগের এস এ কমিটির প্রধান ও আইসিটি বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ বদরুল আলম মিয়া। -বিজ্ঞপ্তি
×