ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে ৪০ কোটি টাকা ব্যয়ে সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন

প্রকাশিত: ০৩:৫২, ২১ মে ২০১৮

ফটিকছড়িতে ৪০ কোটি টাকা ব্যয়ে সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২০ মে ॥ বর্তমান সরকার দেশের বিভিন্ন স্থানে উন্নয়নের পাশাপাশি বৃহত্তর ফটিকছড়িতে যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়নের পরিকল্পনা নিয়েছে। এ উন্নয়নের অংশ হিসেবে প্রাথমিকভাবে উপজেলার নাজিরহাট-মাইজভা-ার সড়কের মতো জনগুরুত্বপূর্ণ জনপদ উন্নয়নে অন্তত ৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। গেল দু’বছর ধরে চলমান এ সড়কের উন্নয়ন কাজ এখন শেষ পর্যায়ে। চার লেন বিশিষ্ট এ সড়কটির উন্নয়ন কাজ দৃশ্যমান হওয়ায় এলাকার জনগণ বেজায় খুশি। তাছাড়া, আধ্যাত্মিক জনপদ মাইজভা-ারে দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত, অনুরাগী ও আশেকানদের নজর কেড়েছে দৃষ্টিনন্দন এ সড়কটি। জানা যায়, এ সড়কটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মেয়াদে ৪০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চার লেন বিশিষ্ট চার কিলোমিটার দীর্ঘ এ সড়কে রয়েছে একটি বক্স কালভার্ট, চারটি বড় আকৃতির সেতু, ঝুঁকিপূর্ণস্থানে গার্ডওয়াল এবং প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা। এ সড়কের কাজের উদ্বোধন করেছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী। এ সড়কের বিভিন্ন উন্নয়ন কাজ সম্পাদন করতে সময় লাগে অন্তত ২ বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি অনুষ্ঠিত পটিয়ার এক জনসভায় এ সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
×