ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ॥ আরব আমিরাত

প্রকাশিত: ০৩:৪৫, ২১ মে ২০১৮

ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ॥ আরব আমিরাত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ। তিনি দাবি করেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। গারগাশ এমন সময় এ দাবি করলেন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ এখন পর্যন্ত বহুবার এ খবরের সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি। আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইরানের পরমাণু কর্মসূচী সম্পর্কে মার্কিন সরকারের অবস্থানকে সমর্থন করাই তার দেশের নীতি। পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেন গারগাশ। ট্রাম্পের সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা বহাল রাখার ঘোষণা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আরব আমিরাতের মন্ত্রী। -ওয়েবসাইট
×