ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

’৭১-এর নয়া অর্থনৈতিক নীতি পাল্টানোর সময় এসেছে ॥ সাক্ষাতকারে আনোয়ার ইব্রাহিম

জাতিগত বৈষম্যের অবসান চাই

প্রকাশিত: ০৩:৪৪, ২১ মে ২০১৮

জাতিগত বৈষম্যের অবসান চাই

মালয়েশিয়ার রাজনৈতিক নেতা আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার বলেছেন, তিনি জাতিগত বৈষম্যের অবসান চান। দেশটিতে জাতিগত মালয়রা দশকের পর দশক ধরে বৈষম্যমূলক নীতির সুবিধা ভোগ করে এসেছে। তিনি মনে করেন এখন এই নীতি পরিবর্তন করা দরকার। তার মতে, দরিদ্র জনগোষ্ঠীর জাতিগত পরিচয় যাই হোক তাদের কল্যাণের জন্য পুরনো এই নীতি পাল্টানোর সময় এসেছে। গার্ডিয়ান। এ্যাসোসিয়েট প্রেসকে দেয়া এক সাক্ষাতকারে মালয়েশিয়ার হবুু প্রধানমন্ত্রী বলেন, পার্লামেন্ট সদস্য হওয়ার জন্য চলতি বছর একটি উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা তার রয়েছে তবে ক্ষমতার শীর্ষ পদে যাওয়ার জন্য তিনি কোন তাড়া অনুভব করেন না। ৭০ বছর বয়সী আনোয়ার ২০১৫ সালে সমকামিতার মামলায় দোষী সাব্যস্ত হন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশেই তার বিরুদ্ধে ওই মামলা করা হয়। ৮ জুন তার সাজার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও রাজকীয় আদেশ বলে ক্ষমা পাওয়ার পর বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পান। এর এক সপ্তাহ আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তার জোট বিশাল জয় অর্জন করে। তারই এক সময়ের বৈরী প্রতিপক্ষ মাহাথির ওই জোটের নেতৃত্ব দেন। নির্বাচনে জয়ের পর ১০ মে মাহাথির (৯২) বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সাক্ষাতকারে আনোয়ার বলেন, মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নীতি গ্রহণ করলে দেশের দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে। তিনি বলেন, জাতিগত মালয় ও চীনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১৯৭১ সালে নয়া অর্থনৈতিক নীতি (এনইপি) গৃহীত হয়েছিল। ওই নীতি কেবল অভিজাত শ্রেণীর স্বার্থই রক্ষা করেছে। এছাড়া জাতিগত মালয়দের সরকারী সেবা, শিক্ষা, চাকরি, ব্যবসা সবক্ষেত্রে সুবিধা এনে দিয়েছে। নীতিটি লাখ লাখ জাতিগত মালয়কে দারিদ্র্য অবস্থার থেকে তুলে এনে শহুরে মধ্যবিত্ত বানিয়েছে। কিন্তু সংখ্যালঘু জাতিগত চীনা ও ভারতীয়দের অবস্থার কোন পরিবর্তন ঘটায়নি। সংখ্যালঘু জাতিগগোষ্ঠীর অনেকে এর জন্য দেশ ছেড়ে চলেও গেছে। যে কারণে তাদের সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ৩ কোটি ১০ জন অধ্যুষিত মালয়েশিয়ার দুই তৃতীয়াংশ জাতিগত মালয় এবং বাকিরা অন্যান্য জাতিগোষ্ঠীর। নয়া অর্থনৈতিক নীতি বা এনইপি মালয়েশিয়ায় একটি স্পর্শকাতর ইস্যু। অনেক মালয় আশঙ্কা করছেন এই নীতি পরিবর্তন হলে তারা চাকরি, ব্যবসা ও অন্যান্য সুযোগ-সুবিধাগুলো হারাতে পারে। আনোয়ার বলেন, ‘আমি আগেও বলেছি এনইপি অবশ্যই বাতিল করতে হবে। তবে নতুন যে নীতি গ্রহণ করা হয় তা যেন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শ্রেণীর স্বার্থ রক্ষা করে সেটি নিশ্চিত করতে হবে।’ তিনি ইতিপূর্বে দেশটির উপ-প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯৮ সালে ওই পদ থেকে বরখাস্ত হওয়ার পর একজন সংস্কারবাদী রাজনীতিক হিসেবে তিনি নিজের একটি পরিচয় গড়ে তোলেন। সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্পর্কে আনোয়ারের মন্তব্য হলো তিনি আত্মকেন্দ্রিক এবং রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি’র দুর্নীতি নিয়ে জনমনে যেভাবে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল সেটি তিনি আমলে নেননি। তিনি নিজের পরিম-লের বাইরের বাস্তবতা বোঝার চেষ্টা করেননি। আনোয়ার বলেন, ‘নির্বাচনের রাতেও নাজিব আমাকে ফোন করেছিলেন। তার ন্যাশনাল ফ্রন্ট যে হারতে বসেছে এটি ততক্ষণে পরিষ্কার হয়ে গেছে। আমি তাকে পরাজয় মেনে নেয়ার অনুরোধ করেছিলাম। আমার মনে হচ্ছিল তিনি নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ছিলেন না।’ নাজিবের সময় রাষ্ট্রীয় তহবিলের অর্থ তসরুফের বিষয়টি মার্কিন কর্মকর্তাদের তদন্তেও ধরা পড়েছে। উল্লেখ্য, ১৯৫৭ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে ন্যাশনাল ফ্রন্ট টানা ক্ষমতায় ছিল। আনোয়ার ছিলেন দলটির অন্যতম নেতা।
×