ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ও মেশিনে মাথা ঢুকে ২ জনের মৃত্যু, দুর্বৃত্তদের হামলায় পোশাক শ্রমিক জখম

প্রকাশিত: ০৮:১১, ২০ মে ২০১৮

 সাভারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ও মেশিনে মাথা ঢুকে ২ জনের মৃত্যু, দুর্বৃত্তদের হামলায় পোশাক শ্রমিক জখম

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ মে ॥ সাভারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ও মেশিনের ভেতর মাথা ঢুকে ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জানা গেছে, শনিবার বিকেলে কলমার জিনজিরা এলাকায় ‘প্রসেস ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড’ কারখানায় ফিটিংস মেশিনে কাজ করার সময় বুলবুল আহমেদ (৩২) নামের এক শ্রমিকের মেশিনের ভেতরে মাথা ঢুকে মারা যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে রাতে মর্গে প্রেরণ করে। নিহত বুলবুল রংপুর জেলার গঙ্গাচড়া থানার কচুয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে। অপরদিকে, একই দিন বিকেলে বক্তারপুর এলাকায় ক্যাভার্ড ভ্যানের ওপর থেকে মালামাল নামানোর সময় ওপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনে জড়িয়ে হেলপার মিঠু সরদার (৩০) নিহত হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে রাতে পরিবারের সদস্যদের নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়। নিহত মিঠু বাগেরহাট জেলার ফকিরহাট থানার পাগলা শ্যামনগর গ্রামের মৃত কেরামত আলী সরদারের ছেলে। অপরদিকে, পূর্বশত্রুতার জের ধরে আশুলিয়ার চারালপাড়া এলাকায় তারেক মিয়া (৩০) নামের এক পোশাক শ্রমিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে দ্রুত উদ্ধার করে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
×