ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এই সময়ে শামীম রেজা

প্রকাশিত: ০৭:৪৯, ২০ মে ২০১৮

এই সময়ে শামীম রেজা

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের অন্যতম সঙ্গীতশিল্পী ও মঞ্চকর্মী শামীম রেজা। ২০১২ সাল থেকে যুক্ত মঞ্চনাটকের দল নাট্যরাজের সঙ্গে আছেন। এই দলের হয়ে ‘পরবাস’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। মনোজমিত্র রচিত নাটকটি নির্দেশনা দিয়েছিলেন বি কে আকাশ। এ ছাড়া ছোটবেলা থেকে গান শেখা। মুন লাইট কিন্ডার গার্ডেন স্কুলে স্থানীয় ওস্তাদ উজ্জ্বল কুমারের কাছ থেকে ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত তার কাছে গানের তালিম নেন। এরপর সারেগামাপা সঙ্গীত একাডেমিতে আল মামুন খোকনের কাছে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তালিম নিয়েছেন। এরপর ২০১১ ঢাকায় আসেন। এশিয়ান ইউনিভার্সিটি থেকে ২০১৫ সালে বিবিএ এবং ২০১৬ সালে এমবিএ কমপ্লিট করেছেন। পড়ালেখার পাশাপাশি রাজধানীতে বিভিন্ন স্টেজশোতে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে আসছেন। শামীম রেজা মূলত লোকসঙ্গীত গেয়ে থাকে। এর মধ্যে লালনের গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ ছাড়া বাউল, ভাওয়াইয়া গানও পরিবেশন করেন। তিনি সলো এ্যালবামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই এ্যালবামে তার মৌলিক গানগুলো স্থান পাবে। এ্যালবামের জন্য ইতোমধ্যে একটি গান তৈরি করেছেন। অচিরেই গানটির রেকর্ড সম্পন্ন হবে। গানটি রচনা ও সুরারোপ করেছেন সাইফুল ইসলাম দ্বীপ। ‘টিমি টিমি জ্বলে বাতি তৈল ফুরাইলে’ এমন কথার গানটি ইতোমধ্যে বিভিন্ন স্টেজ শোতে গেয়ে প্রশংসিত হয়েছেন শামীম রেজা। সিরাজগঞ্জের কাজীপুরের সন্তান শামীম রেজা তিন ভাই-দুই বোনের মধ্যে ছোট। বাবা আলহাজ আব্দুল মজিদ, মা সায়েরা বেগম। বাবা মা এবং আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সহযোগিতায় গান এবং মঞ্চনাটক নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চান শামীম রেজা। তার জন্য শুভ কামনা।
×