ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিটিভিতে আজ ‘পরিবর্তন’

প্রকাশিত: ০৭:৪৭, ২০ মে ২০১৮

বিটিভিতে আজ ‘পরিবর্তন’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এর ২৪তম পর্ব প্রচার হবে আজ রবিবার রাত ১০টার ইংরেজী সংবাদের পর। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা, নির্দেশনা এবং উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ। রমজান মাস বিধায় রমজানের গুরুত্ব, পবিত্রতা রক্ষা, সংযম প্রদর্শন, যাকাত দেয়া, ঈদে যানবাহনে অতিরিক্ত যাত্রী তোলা ও যাত্রী হওয়া ইফতার নিয়ে বাড়াবাড়িসহ সমাজের নানা অসঙ্গতি ত্রুটি বিচ্যুতির চিত্র ফুটে উঠবে এবারের পরিবর্তনে। এবারের পরিবর্তনের জন্য তৈরি করা হয়েছে নতুন ২টি গান। এর মধ্যে একটি ভক্তিমূলক নজরুল সঙ্গীত। জাহিদ বাশার পংকজের নতুন সঙ্গীতায়োজনে করা গানটি গাইবেন সূফি ঘরানার জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ্রিয়ার রাফাত। ‘বৃষ্টি এখন যখন তখন, পাল্টে গেছে ধরন’ এই বৃষ্টি নিয়ে জাহিদ আকবরের লেখা, সঙ্গীতশিল্পী সুজন আরিফের সুর ও সঙ্গীতে একটি গান গাইবেন সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বৃষ্টি মুৎসুদ্দি। এ মাসের ১৩ তারিখে বিশে^র অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হয়েছে বিশ^ মা দিবস। মাকে নিয়ে প্রখ্যাত গীতিকবি আসিফ ইকবালের লেখা শওকত আলী ইমনের সুর ও সঙ্গীতে গাওয়া বহুল শ্রোতাপ্রিয়। ‘ঐ আকাশের তারায় তারায় চাঁদের জোছনা’ গানাটি গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রাশেদ আহম্মেদ। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে ঐতিহাসিক স্থান, কাল ও পাত্র নিয়ে করা বিভিন্ন কুইজের মাধ্যমে। হজম আলী, দুই বন্ধু, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, খাঁচকাটা খাঁচকাটা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, এসব নিয়মিত পর্বে সমাজের সমসাময়িক ঘটনাবলী, নানা অসঙ্গতি ও ত্রুটি বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্মক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন-দিলু খান, মামুনুল হক টুটু, আফরোজা হাসান, আশরাফ কবির, মাসুদ রানা মিঠু, তমাল মাহবুব, শাহীন খান, বি এম আজাদ, মনা সিদ্দিক হৃদয়, উত্তম, ফারুক মল্লিক, সৈয়দ আল মামুন, নয়ন, জাহাঙ্গীর, শিউলী শিলা, শ্যামলী, ফাহমিদা শারমীন, টুটুল চৌধুরী, বিনয় ভদ্র, ফিরোজ হোসাইন, শ্যামল, বুলবুল ভূইয়া, আনোয়ার, আল আমিন, সুমন, ছোট লিটন, রুহুল আমিন, মঞ্চ মনির, শিল্প প্রমুখ নিয়মিত শিল্পীবৃন্দ।
×