ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস পরিচিতি ॥ আইডিয়াল কমার্স কলেজ

প্রকাশিত: ০৭:৩৭, ২০ মে ২০১৮

ক্যাম্পাস পরিচিতি ॥ আইডিয়াল কমার্স কলেজ

আইডিয়াল কমার্স কলেজ এর নিজস্ব ক্যাম্পাস ঢাকা শহরের প্রাণকেন্দ্র ফার্মগেট এলাকায় অবস্থিত। সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মেধা এবং মনন বিকাশের জন্য রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, অডিটোরিয়াম, আধুনিক কম্পিউটার ল্যাব ও ইন্টারনেটসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা। আরও আছে যুগের চাহিদা অনুযায়ী ডিবেটিং, উপস্থিতবক্তৃতা, ইনডোর গেমস ও আউটডোর গেমস কার্যক্রম। সর্বোপরি রাজনীতিমুক্ত ও ধূমপানমুক্ত সুশৃঙ্খল একটি শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কমার্স কলেজ। ভর্তির ন্যূনতম যোগ্যতা : জিপিএ ৩.০০। মোট আসন : ৫০০, জিপিএ-৫ প্রাপ্তদের বিশেষ সুবিধা। একাদশ শ্রেণীতে ভর্তি ফি ১,০০০ (এক হাজার ) টাকা। আবেদন : বোর্ড নির্ধারিত ডবনংরঃব: িি.িীরপষধংংধফসরংংরড়হ.মড়া.নফ-এ প্রবেশ করে ঊওওঘ: ১৩৪২০৭ এর মাধ্যমে ১ম পছন্দ দিয়ে আবেদন করা যাবে। পদ্ধতি অনুসরণ করে প্রি-পেইড মোবাইলে ঝগঝ এর মাধ্যমেও আবেদন করা যাবে। কলেজ ক্যাম্পাসে ঐবষঢ় উবংশ থেকে অনলাইনে ফ্রি আবেদন করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্র : মাধ্যমিক/সমমানের পরীক্ষার পাসের একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্রের মূলকপি, বিদ্যালয় কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের ফটোকপি, এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ৪ কপি এবং অভিভাবকের ২ কপি রঙ্গিন ছবি। বৈশিষ্ট্যসমূহ : শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ক্যাম্পাস/ঈঈঞঠ দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা/অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকমণ্ডলী/সেমিস্টার পদ্ধতিতে পরিচালিত শিক্ষা কার্যক্রম /পরীক্ষার ফলাফল ও যাবতীয় তথ্য ওয়েবসাইটে প্রকাশ/গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের কলেজ স্টাইপেন্ড ও আর্থিক সহযোগিতা। যোগাযোগ : ৮১, গ্রীন রোড, ফার্মগেট, ঢাকা-১২০৫। মোবাইল : ০১৯১২-১৩০৩৮৮।ww w.icc.edu.bd খলিলুর রহমান
×