ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরীক্ষা বর্জন কর্মসূচী স্থগিত

প্রকাশিত: ০৭:৩০, ২০ মে ২০১৮

পরীক্ষা বর্জন কর্মসূচী স্থগিত

বিডিনিউজ ॥ রোজার মাস এবং সেশন জটের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা বর্জন কর্মসূচী থেকে সরে এসেছে কোটার আন্দোলনকারীরা। তবে ঘোষিত ক্লাস বর্জন চলবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরিষদের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসান আল মামুন বলেন, রমজান মাস ও সেশন জটের কথা বিবেচনায় এনে পরীক্ষা বর্জনের কর্মসূচী স্থগিত করা হলেও কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সারাদেশে শুধু ক্লাস বর্জন কর্মসূচী চলবে। সরকারী চাকরির কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে গত সোমবার রাজধানীর শাহবাগে ছয় ঘণ্টা বিক্ষোভের পর ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচী চালু রাখার ঘোষণা দিয়ে রাজপথ ছেড়েছিল আন্দোলনকারীরা। আন্দোলনের সার্বিক অবস্থা জানাতে ডাকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসান আল মামুন বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে আন্দোলনকারীদের মারধর, নির্যাতন ও হল ত্যাগের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। একটি অতি উৎসাহী ও কুচক্রী মহল সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এ সব নোংরা ও ঘৃণ্য কাজ করে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই। কোটা সংস্কারের আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশাকে হেনস্তার ঘটনায় ওই হলের ২৫ ছাত্রীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি হাসান আল মামুন বলেন, কারণ দর্শানোর নামে ছাত্রীদের হয়রানি করা হচ্ছে। কবি সুফিয়া কামাল হলে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনায় কারণ দর্শানোর নামে সাধারণ ও নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করা হলো। কোটা সংস্কার আন্দোলনের সময় কবি সুফিয়া কামাল হলে ছাত্রলীগ নেত্রী ইফফাত জাহান এশা আরেক নেত্রীর পায়ের রগ কেটেছেন বলে যে গুজব ছড়ানো হয়েছিল তার পেছনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের ভূমিকা ছিল বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর। তিনি বলেন, গত ৮ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনায় ছাত্রলীগ নেত্রী এশার সংশ্লিষ্টতা যাচাই-বাছাই না করে তাকে বহিষ্কার করা হয়েছে। সেদিন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর সংবাদ মাধ্যমেও বলেছেন যে এশা দোষী প্রমাণিত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে । কিন্তু পরে ভিসি আবার এ ঘটনা স¤পর্কে ভিন্ন কথা বলেছেন। মূলত বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরই হল গুজবের মহানায়ক। নানা সময়ে কোটা আন্দোলনকারীদের হল থেকে শিবির তকমা দিয়ে বের করে দেয়া হচ্ছে অভিযোগ করে সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান বলেন, কোটা সংস্কার আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তাদের ওপর নানা রকমের হুমকি আসছে। গত ১৭ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী আশরাফুল ইসলাম রায়হানকে ছাত্রলীগ নেতারা শিবির ট্যাগ দিয়ে মারধর করে হল থেকে বের করে দিয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আরেক যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসানও উপস্থিত ছিলেন।
×