ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

প্রকাশিত: ০৭:২৪, ২০ মে ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

স্টাফ রির্পোটার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের মালিহাতায় সিএনজিচালিত অটোরিক্সা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলো সিএনজির চালক ও যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আশুগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিক্সা গ্যাস নিতে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড মালিহাতায় আসে। মালিহাতা গ্যাস পাম্পে প্রবেশের সময় পেছন দিক থেকে একটি বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে যাত্রী নছর মিয়া (১৭), আরমান (২০) ও সাইদুল (২১) নিহত হয়। মৌলভীবাজারে চালকসহ দুই নিজস্ব সংবাদদাতা মৌলভীবাজার থেকে জানান, যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ইসলামপুর এলাকার মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে। পুলিশ জানায়, শনিবার সকালে সিএনজি অটোরিক্সা করে কাঁচামাল ব্যবসায়ী নেপুর আলী ও অটোরিক্সা চালক তারেক মৌলভীবাজার শহরে আসছিলেন। এ সময় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় ঢাকা থেকে বড়লেখাগামী একটি যাত্রীবাহী বাস রূপসী বাংলার সঙ্গে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিক্সায় থাকা যাত্রী ও চালক গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দিনাজপুরে ছাত্র স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, হিলির খট্রামাধবপাড়ায় শনিবার দুপুরে ধান বোঝাই পাওয়ার টিলারের চাপায় সোহাগ নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সোহাগ খট্রামাধবপাড়া ফুলকুড়ি ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ও মাধবপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের একমাত্র ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত সোহাগ স্কুল থেকে ফেরার পথে সে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে ধান বোঝাই পাওয়ার টিলার তাকে চাপা দেয়। এ সময় গ্রামের লোকজন সোহাগকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেটে এক স্টাফ রিপোর্টার সিলেট অফিস জানায়, গোলাপগঞ্জে প্রাইভেটকার-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে এক পথচারী নিহত ও শিশুসহ ৩জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের নয়া-মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত এমি বেগম (২০) কায়স্থগ্রাম নওয়াগাও গ্রামের জুরু মিয়ার মেয়ে। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রূপগঞ্জে চালক নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী ট্রাকের চাপায় বায়জিদ (৩৫) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ইজিবাইকের চালকসহ ২ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে রূপসী-কাঞ্চন সড়কের তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বায়জিদ বগুড়া জেলার আদমদীঘি থানার হলুদগড় এলাকার আমীর আলীর ছেলে। বায়জিদ বর্তমানে গন্ধর্বপুর এলাকার মিয়া মেম্বারের বাড়িতে বসবাস করে আসছিল। আহতরা হলেন, উপজেলার মঙ্গলখালী এলাকার রাকিব ও সোহান। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসী-কাঞ্চন সড়কের গন্ধর্বপুর এলাকার একটি জেটি থেকে মালবাহী ট্রাকটি যাওয়ার সময় গর্তে পড়ে ইজিবাইকটি উপড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বায়জিদ নামে একজনের মৃত্যু হয়। এছাড়া রাকিব ও সোহান গুরুতর আহত হয়।
×