ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৭:২২, ২০ মে ২০১৮

সিরাজগঞ্জে ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ শহরে নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে জহুরুল ইসলাম (৩৫) ও বেলাল হোসেন (৩২) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে শহরের বি এ কলেজ রোড এলাকায় এ্যাডভোকেট কর্নারের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল সদর উপজেলার বহুলী ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের আয়নালের ছেলে। অপর জন একই গ্রামের বেলাল হোসেন (৩২)। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, এ্যাডভোকেট কর্নার এলাকায় আরিফুল, এমদাদুল হক ও আব্দুল কুদ্দুস নামের তিন ব্যাংকারের নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলার দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন শ্রমিকরা। সকালে দেয়ালের সঙ্গে টাঙ্গানো রশি ছিঁড়ে ওই দু শ্রমিক নিচে পড়ে যান। কিশোরগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৯ মে ॥ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের গৌরাঙ্গবাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক এ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্ত, সাবেক ব্যাংক কর্মকর্তা ফিরোজ উদ্দিন ভুঁইয়া, প্রকৌশলী আনিসুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
×