ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক কর্মবিরতি অব্যাহত

প্রকাশিত: ০৭:২২, ২০ মে ২০১৮

বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিক কর্মবিরতি অব্যাহত

স্টাফ রিপোর্টার/নিজস্ব সংবাদদাতা দিনাজপুর ॥ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে সপ্তম দিনের মতো চলছে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি। আউট সোর্সিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ, বকেয়া বেতন-ভাতা দেয়া ও প্রফিট বোনাসসহ ১৩ দফা দাবিতে এ ধর্মঘট চলছে। গত ১৩ মে থেকে খনির এক হাজার ৪১ বাংলাদেশী শ্রমিক এই কর্মবিরতি পালন করছে। দাবি-দাওয়া আদায় ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় শনিবার বেলা ১১টায় খনি গেটে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক-কর্মচারী ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। এ সময় তারা ২১ মে’র মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২২ তারিখ থেকে কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে। আন্দোলনকারীদের দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো-চুক্তি অনুযায়ী সব শ্রমিককে নিয়োগ দেয়া, প্রতি বছর শতকরা ৪০ শতাংশ দক্ষ শ্রমিক নিয়োগ, সব শ্রমিকের ক্ষেত্রে গ্র্যাচুইটি দেয়া, আন্ডারগ্রাউন্ড শ্রমিকদের ৬ ঘণ্টা ডিউটি করানো, ক্ষতিগ্রস্ত ২০টি গ্রামের বাড়ি-ঘরের দ্রুত স্থায়ী সমাধান করাসহ ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারগুলোর সদস্যদের খনিতে চাকরি দেয়া। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা জানায়, গত ২৬ এপ্রিল খনি কর্তৃপক্ষকে তাদের দাবি ও কর্মবিরতির বিষয়ে আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু খনি কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কোন কর্ণপাত না করায় তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। অন্যদিকে শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজেদের ৬ দফা দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছে খনি এলাকার ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের মানুষ। বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান জানান, দীর্ঘদিন ধরেই শ্রমিকরা আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছে। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোন উদ্যোগ নিচ্ছে না। শ্রমিকদের কর্মবিরতির কারণে খনিতে কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
×