ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাধবপুরে পাহাড়ী ঢলে ভেসে গেছে কোটি টাকার মাছ

প্রকাশিত: ০৭:২২, ২০ মে ২০১৮

মাধবপুরে পাহাড়ী ঢলে ভেসে গেছে কোটি টাকার মাছ

সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১৯ মে ॥ মাধবপুরে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে খরস্রোতা সোনাই নদীর দুই পাড় ভেঙ্গে আশপাশের প্রায় ২০টি গ্রামে পানি ঢুকে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি ও দু শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। শুক্রবার রাত থেকে পানি নেমে গেলেও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের বালিতে কয়েক শ’ একর উঠতি শাক-সবজি বিনষ্ট হয়েছে। শত শত কৃষক এখন অকাল বন্যায় ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। স্থানীয় যুবক খালেদ হাসান হৃদয় জানান, নদীর দুই পাড় ভেঙ্গে যাওয়ার কারণে উপজেলার চৌমুহনী, ধর্মঘর, বহরা, জগদীশপুর, শাহজাহানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, আকস্মিক ঢলের পানি এসে হঠাৎ এলাকার পুকুরগুলো তলিয়ে যাওয়ায় চাষ করা মাছ স্রোতের সঙ্গে ভেসে গেছে। জিরো লাইনে ফের মিয়ানমার সেনা বাহিনীর মাইকিং স্টাফ রিপোর্টার ॥ পার্বত্য নাইক্ষ্যংছড়ির তমব্রু কোনারপাড়া সীমান্তের জিরো লাইনে থাকা রোহিঙ্গাদের সরে যেতে মিয়ানমার সেনাবাহিনী ফের মাইকিং করছে। সেখানে অবস্থানকারী রোহিঙ্গাদের উদ্দেশে মিয়ানমার সেনাবাহিনী মাইকিংয়ে বলেছে ‘এটি মিয়ানমারের সীমানা, এখান থেকে সরে বাংলাদেশে যাও।’ কিছুক্ষণ পরপর তারা এ কথা প্রচার করে শনিবার দুপুর পর্যন্ত মাইকিং করেছে। উল্লেখ্য, এসব রোহিঙ্গাদের সরে যেতে এর আগেও (১মার্চ) মাই সাভারে আহত যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ মে ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় ২ সহোদর গুরুতর জখম হয়। পরে হাসপাতালে তাদের মধ্যে একজনের মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটেছে সাভার সদর ইউনিয়নের উত্তর কলমা গ্রামে। নিহতের নাম এরশাদ শিকদার (৩০)। সে ওই এলাকার হিরু শিকদারের পুত্র। আহত অপরজন হচ্ছে আলম শিকদার (৩৩)। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আলম ও এরশাদকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিক্যালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে এরশাদ মারা যায়।
×