ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য গৃহবধূ সন্তানসহ ঘরছাড়া ॥ ঘুরছে দ্বারে দ্বারে

প্রকাশিত: ০৭:২১, ২০ মে ২০১৮

যৌতুকের জন্য গৃহবধূ সন্তানসহ ঘরছাড়া ॥ ঘুরছে দ্বারে দ্বারে

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৯ মে ॥ কীর্ত্তিপাশা বাজার এলাকার বাসিন্দা সুশান্ত কুমার দে তার স্ত্রী ঝুমুর দাসকে ১০ মাসের শিশু সন্তানসহ মারধর করে ঘরে থেকে বের করে দিয়েছে। ১১ মে ২০১৮ থেকে ঝুমুর দাস তার শিশু সন্তান নিয়ে প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান ও অবশেষে প্রেসক্লাবের শরণাপন্ন হয়েছেন। ঝুমুর দাস পটুয়াখালী জেলার লাউকাঠি গ্রামের মৃত ভানু দাসের কন্যা, ২০১৬ সালের ১০ জুলাই কীর্ত্তিপাশা বাজারের বাসিন্দা কার্তিক দে-এর পুত্র তরকারি বিক্রেতা সুশান্ত কুমার দে এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে ঝুমুর দাসকে স্বামী ও তার পরিবার বিভিন্ন সময় পিত্রালয় থেকে সোনা ও টাকা এনে দেয়ার জন্য মারধর করত। ২০১৭ সালের নবেম্বর মাসে তার ওপরে শারীরিক নির্যাতন করলে ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করে এবং তৎকালীন এসপি সার্কেল সুশান্ত কুমার দে-কে তার কার্যালয়ে ডেকে আনে এবং সে ভুল স্বীকার করে পরবর্তীতে এই ধরনের কাজ ও যৌতুক দাবি করবে না মর্মে অঙ্গীকার করে স্ত্রীকে বাড়ি নিয়ে যায়। ঝুমুরের পিতার পরিবার নিতান্তই গরিব এবং তার পিতা মৃত। এ কারণে তাদের পক্ষে স্বামীর এই লোভ পূরণ করা কোন প্রকারেই সম্ভব নয়। বৃহস্পতিবার রাতে ঝুমুর দাস ঝালকাঠি প্রেসক্লাবে এসে তার এই ঘটনা বর্ণনা করেছেন।
×