ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়কের ইট নিয়ে পারিবারিক রাস্তা নির্মাণ

প্রকাশিত: ০৭:২১, ২০ মে ২০১৮

সড়কের ইট নিয়ে পারিবারিক রাস্তা নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৯ মে ॥ তালতলীতে উপজেলার সোনাকাটা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জলিল ফকিরের বিরুদ্ধে গ্রামীণ সড়কের ইট তুলে নিয়ে পারিবারিক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া বাজার থেকে কবিরাজপাড়া গ্রামের রাস্তায় ৩-৪ বছর আগে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ৫ কিলোমিটার রাস্তা (ইট সোলিং) নির্মাণ করা হয়। রাস্তাটির বেহাল অবস্থা হওয়ায় গত ১ মাস আগে নতুন করে এলজিইডি ও ডানিডা যৌথভাবে টেন্ডার দিয়ে নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করে। কাজ শুরু হওয়ার পর থেকেই ৫ কিলোমিটার রাস্তার জলিল ফকিরের বাড়ির সামনের ১২ শ’ মিটার রাস্তার ইট তুলে নিয়ে যায় সাবেক ইউপি সদস্য জলিল ফকির। ইট এনে তার বাড়ি থেকে ওই সড়ক পর্যন্ত ৪০০ ফুট রাস্তা বানানো হয়েছে। বাকি ইটগুলো নিজ বাড়িতেই মজুত রাখা হয়েছে। লাউপাড়া গ্রামের বাসিন্দা মমিন, জুয়েল, জাহাঙ্গীর খান, ফোরকান ফরাজী, নজরুল খান, রাজ্জাক খান, ক্ষোভ প্রকাশ করে জানান, রাস্তার ১২০০ ফুটের বেশি জায়গার ইট তুলে নিয়েছেন জলিল ফকির। ইটগুলো তুলে নিয়ে তিনি নিজ বাড়িতে পারিবারিক চলাচলের জন্য রাস্তা বানিয়েছেন। বিষয়টি স্থানীয় মানুষের নজরে আসলে তারা বাধা দিলেও কারও কোন তোয়াক্কা না করে এই সাবেক মেম্বার নিজের স্থানীয় দাপটে ইটগুলো তুলে নেয়া অব্যাহত রাখেন। স্থানীয় অধিবাসী নুরুল ইসলাম জানান, জলিল ফকির আওয়ামী লীগের দাপট দেখিয়ে সরকারী রাস্তার ইট নিয়ে তার নিজের পারিবারিক রাস্তা করেছে। এনিয়ে এলাকাবাসীর বিভিন্ন মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য জলিল ফকিরের সঙ্গে মোবাইল ফোনে ইট নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি পরে কথা হবে বলে আর ফোন রিসিভ করেননি।
×