ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাভারে নিহতের পরিবারকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৭:২১, ২০ মে ২০১৮

সাভারে নিহতের পরিবারকে হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৯ মে ॥ সাভারে জাপান প্রবাসী রেজাউল করিম রাজাকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া আসামি জামিনে এসে নিহতের পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় শনিবার একটি জিডি দায়ের করা হয়েছে। জানা গেছে, সাভারের জালেশ^র মৌজার রেডিওকলোনী এলাকায় সোরহাব নামের এক ব্যক্তির সঙ্গে ৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই এলাকার হাবিবুল্লাহ গং-এর সঙ্গে। ২০১৬ সালের ১২ এপ্রিল সাভার থানা রোডের সেটেলমেন্ট অফিসে বিরোধীয় সম্পত্তি নিয়ে ৩০ ধারা মোকাদ্দমার শুনানি চলছিল। শুনানির এক পর্যায়ে এরশাদ উপ-সহকারী সেটেলমেন্ট কর্মকর্তার সেরেস্তায় সময় প্রার্থনা করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ২ ঘণ্টা সময় মঞ্জুর করেন। পরবর্তীতে রাজা সেটেলমেন্ট অফিস থেকে বের হয়ে এলে রেডিওকলোনী এলাকার সন্ত্রাসী ও ভূমিদস্যু এরশাদ ও তার ভাড়াটে সন্ত্রাসীরা রাজাকে কুপিয়ে হত্যা করে। এ সময় রাজাকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা আরও ৭ জনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় এরশাদকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখসহ সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বোন জামাই জসিম উদ্দিন। এ ঘটনার পর এরশাদ গা ঢাকা দেয়। কয়েকদিন আগে এরশাদ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে এসে বাদীকে ১০ দিনের মধ্যে মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য হুমকি দেয়। তা না হলে বাদী, নিহতের পিতা হাজী নাজিম উদ্দিনসহ পরিবারের সকলকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়া হয়। এতে পরিবারটি বর্তমানে চরম আতঙ্কিত অবস্থার মধ্যে রয়েছে। ভয়ে বাইরে বের হতে পারছে না। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসী অবিলম্বে এরশাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
×