ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৬ খাতে শতভাগ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০৭:১৫, ২০ মে ২০১৮

৬ খাতে শতভাগ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ৬ খাতের কোম্পানি শতভাগ শেয়ার দর হারিয়েছে। খাতগুলো হলো- পাট খাত, সেবা ও আবাসন, পর্যটন ও ভ্রমণ এবং কাগজ ও মুদ্রণ, ট্যানারি, টেলিকম খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই তথ্য অনুযায়ী, লেনদেন শেষে পাট খাতে থাকা মোট ৩টি কোম্পানির দর কমেছে। এর মধ্যে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৪.০৪ শতাংশ, জুট স্পিনার্সের ৯.৮০ শতাংশ এবং সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজের ২.০৩ শতাংশ দর কমেছে। সেবা ও আবাসন খাতের মধ্যে ইস্টার্ন হাউজিংয়ে ১ দশমিক ২৭ শতাংশ, সাইফ পাওয়ার টেকে ১ দশমিক ৫৩ শতাংশ, সমরিতায় দশমিক ৭১ শতাংশ এবং সামিট এ্যালায়েন্স পোর্টে দর কমেছে ৩ দশমিক ৭২ শতাংশ। পর্যটন খাতের লেনদেন হওয়া ৩ কোম্পানিরই দর কমেছে। এর মধ্যে পেনিনসুলা চিটাগাংয়ে ৪ দশমিক ৪৪ শতাংশ, ইউনিক হোটেলে ১ দশমিক ১৪ শতাংশ এবং ইউনাইটেড এয়ারওয়েজে ২ দশমিক ৩৩ শতাংশ দর কমেছে। কাগজ ও মুদ্রণ খাতে হাক্কানী পাল্পে ১ দশমিক ৭৫ শতাংশ, কেপিপিএলে ১ দশমিক ০৩ শতাংশ দর কমেছে।
×