ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে স্বচালিত গাড়িতে দ্বিতীয় এ্যাপল

প্রকাশিত: ০৭:০৭, ২০ মে ২০১৮

যুক্তরাষ্ট্রে স্বচালিত গাড়িতে দ্বিতীয় এ্যাপল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পরীক্ষামূলক সবচেয়ে বেশি স্বচালিত গাড়ি থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখন দ্বিতীয় স্থানে আছে এ্যাপল। মার্কিন টেক জায়ান্টটি বর্তমানে ৫৫টি স্বচালিত গাড়ি আর ৮৩ জন চালক নিয়ে পরীক্ষা চালাচ্ছে। যদিও চলতি বছর মার্চ পর্যন্ত স্বচালিত গাড়ির সংখ্যা ছিল ৪৫, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। সোমবার ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মটরস ভেইকলস (ডিএমডাব্লিউ)-এর উদ্ধৃতি দিয়ে এ্যাপলবিষয়ক সাইট ম্যাক রিপোর্টস জানায়, শীর্ষে থাকা জেনারেল মোটর্স-এর ক্রুজ-এর অধীনে বর্তমানে স্বচালিত গাড়ি রয়েছে ১০৪টি। -অর্থনৈতিক রিপোর্টার তিন পণ্যের দাম কমিয়েছে টিসিবি পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৬ মে থেকে সারাদেশে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। এই কর্মসূচীর আওতায় রাজধানীসহ দেশ জুড়ে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করা হচ্ছে। তবে বিক্রি শুরুর ১২ দিনের মাথায় এসে মসুর ডাল, ছোলা ও খেজুরের দাম কমিয়েছে সংস্থাটি। এর পাশাপাশি ব্যক্তি প্রতি পণ্য ক্রয়ের পরিমাণও বৃদ্ধি করেছে প্রতিষ্ঠানটি। নতুন দাম অনুযায়ী মসুর ডালের দাম কেজিতে পাঁচ টাকা কমিয়ে ৫০ টাকা কেজি, ছোলা পাঁচ টাকা কমিয়ে ৬৫ টাকা এবং খেজুর প্রতি কেজিতে ২০ টাকা কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। সয়াবিন তেল আগের মতোই ৮৫ টাকা লিটার এবং ৫৫ টাকা কেজিতে চিনির দাম অপরিবর্তিত রেখেছে। নতুন এ দাম প্রথম রমজান বা শুক্রবার থেকে কার্যকর করার ঘোষণা দেয়া হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×