ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সামান্য বৃষ্টিতেই চাঁদপুর শহরজুড়ে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৫১, ২০ মে ২০১৮

সামান্য বৃষ্টিতেই চাঁদপুর শহরজুড়ে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৯ মে ॥ বৈশাখ মাস থেকেই কম বেশি বৃষ্টি শুরু হয়েছে। মধু মাস জ্যৈষ্ঠতেও থেমে নেই বৃষ্টি। বৃষ্টি এলেই চাঁদপুর শহরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শহরের ব্যস্ততম সড়কসহ পাড়া-মহল্লায় হাঁটু পরিমাণ আবার কোথায়ও আরও বেশি পানি থাকে। অনেক এলাকার বাসিন্দা ঘর থেকে বের হতে পারেন না পানির কারণে। অপরিকল্পতিভাবে শহরে বাড়িঘর তৈরি, পানি নিষ্কাশনের খালগুলো ভরাট ও ড্রেনেজ ব্যবস্থা দুর্বল থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য পৌরবাসীর। শনিবার সকাল সাড়ে ৯টায় থেকে সকাল ১১টা পর্যন্ত শহরের রহমতপুর আবাসিক এলাকা, পালপাড়া, নাজিরপাড়া, কুমিল্লা সড়ক, হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ ও আঞ্চলিক চাঁদপুর-রায়পুর সড়কে জলাবদ্ধতা আর মানুষের দুর্ভোগ দেখা যায়। চাঁদপুর-রায়পুর সড়কে গাড়ি চলাচলের সময় ময়লা পানি যাত্রীদের গায়ের ছিটকে পড়ে। শহরের ট্রাঙ্ক রোডের মোঃ মাসুদ আলম জানান, রহমতপুর আবাসিক এলাকাটি ডাকাতিয়া নদীর খুবই নিকটে। কিন্তু ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ার সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর ওই সময় নোংরা ও ময়লা পানিগুলো বৃষ্টির পানির সঙ্গে মিশে যায়। যার কারণে শিশুসহ সব বয়সীদের পায়ে এলার্জি জাতীয় রোগ দেখা দেয়। পৌর কর্তৃপক্ষ স্থানীয়দের সঙ্গে আলাপ-আলোচনা না করেই সম্প্রতি সড়কগুলো পাকা করেছে। কিন্তু বৃষ্টির পানিতে এ সড়ক একমাসও টিকবে না। শহরের পালপাড়ার বাসিন্দা মাজহারুল ইসলাম ভুঁইয়া জানান, পালপাড়া সড়ক দিয়ে শহরের বিভিন্ন এলাকার মানুষ চলাচল করে। শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ঘনবসতি হওয়ার কারণে বেশির ভাগ স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা এ পাড়া থেকে বের হয়। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়। শুক্রবার ও শনিবার দু’দিনের সকালের বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানি হয়েছে। এ কারণে যাদের বাসা বাড়ি নিচু, তারা অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। কর্মমুখী মানুষগুলো পানিতে ভিজে বের হয়েছেন। শহরের বাগাদী রোড-এর বাসিন্দা ও জেলা ক্যাবের সদস্য বিপ্লব সরকার জানান, শহরের এসবি খাল, রেল লাইনের পাশের খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে পানি বের হওয়ার মতো কোন ব্যবস্থা নেই। এসব খাল উদ্ধার করলে জলাবদ্ধতা অনেক কমে যাবে। শরের ওয়্যারলেস এলাকার কাউন্সিলর আলমগীর হোসেন গাজী জানান, চাঁদপুর-রায়পুর সড়কের ওয়্যারলেস এলাকায় সড়ক সংস্কার কাজ হওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তবে খুব শীঘ্রই সংস্কার কাজ শুরু হলে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হবে। ১০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শাহজাহান জানান, জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা কয়েক মাস পর পরই পৌরসভার পক্ষ থেকে ড্রেনগুলো পরিষ্কার করি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা নেই। তারা ড্রেনের পাশে ময়লা আবর্জনা স্তূপ করে রাখার কারণে আস্তে আস্তে সেগুলো ড্রেনের মধ্যে গিয়েই পড়ে। আর এতেই পানি নামতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
×