ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার বিমানের ১৫৫টি হজ ফ্লাইট

প্রকাশিত: ০৬:৫১, ২০ মে ২০১৮

এবার বিমানের ১৫৫টি হজ ফ্লাইট

স্টাফ রিপোর্টার ॥ হজ ফ্লাইটের সিডিউল সাজিয়েছে বিমান। অন্যান্যবারের তুলনায় এবার আরও সুপরিকল্পিত ও সুবিন্যস্ত করা হয়েছে সিডিউল। ইচ্ছে করলেই ফ্লাইটের সিডিউল কেউ বাতিল বা পরিবর্তন করার সুযোগ পাবেন না। এ ধরনের কিছু বিধিনিষেধ আরোপ করে এ বছর বিমান মোট ১৫৫টি হজ ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ৮টি মদিনা এবং ১৪৭টি জেদ্দা থেকে পরিচালনা করবে। এবার হজ অপারেশনকে সার্থক করতে নিরাপদ বুকিং পদ্ধতির প্রবর্তন করা হয়েছে। চলতি বছর বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট ১৪ জুলাই এবং সর্বশেষ ফ্লাইট যাবে ২৫ সেপ্টম্বর। এ ছাড়া হাজীদের নিয়ে ২৭ আগস্ট (সোমবার) বিমানের প্রথম এবং সর্বশেষ ৫ অক্টোবর ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ডেডিক্যাটেট ফ্লাইট ছাড়াও সিডিউল ফ্লাইটেও হজ যাত্রী বহন করবে বিমান। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এম মোসাদ্দিক আহমেদ জানিয়েছেন, বিমান এ বছর মোট ৬৪ হাজার ৫ শ ৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। এ জন্য বিমানের নিজস্ব চারটি সুপিরিয়র বোয়িং-৭৭৭ এর সঙ্গে ওয়েট লিজে আনা দুটি এয়ারবাস বহরে যোগ দিয়েছে। আরও দুটি যোগ দেয়ার অপেক্ষায়। হজের জন্য কোন সিডিউল ফ্লাইট যাতে বাতিল করতে না হয় সেজন্য লিজের ওপর নির্ভর করতে হচ্ছে। প্রয়োজনীয় এয়ারক্রাফট থাকলে বিমানের কোন সিডিউল ফ্লাইট বাতিল বা পরিবর্তন করতে হবে না।
×