ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা-কক্সবাজার রুটে বিমান ও নভো এয়ারের প্যাকেজ

প্রকাশিত: ০৬:৪৯, ২০ মে ২০১৮

ঢাকা-কক্সবাজার রুটে বিমান ও নভো এয়ারের প্যাকেজ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-কক্সবাজার রুটে ট্যাক্সসহ সর্বনিম্ন ৩ হাজার ২০০ টাকা ভাড়া নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ অফার আগামী ১১ জুন পর্যন্ত বহাল থাকবে। কক্সবাজার-ঢাকা রুটেও টিকেটের দাম একই নির্ধারণ করা হয়েছে। তবে এ অফার চালু থাকবে ১৬ জুন পর্যন্ত। বিমানের সব সেলস সেন্টার ও ট্রাভেল এজেন্ট থেকে নগদ, ক্রেডিট কার্ড, বিকাশ ও রকেটে এবং বিমানের ওয়েবসাইট িি.িনরসধহ-ধরৎষরহবং.পড়স থেকে ক্রেডিট কার্ড ও রকেটে টিকেট কেনা যাবে। এছাড়া ০১৭৭৭-৭১৫৬১৩-৬ নম্বরে কল করেও (সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে) টিকেট কেনা যাবে। এদিকে সর্বনিম্ন ৯ হাজার ৭৭৭ টাকায় ফ্লাইট ও হোটেল ভাড়াসহ দুই রাত তিনদিন কক্সবাজার ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে নভোএয়ার। মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে এ প্যাকেজের সুবিধা নেয়া যাবে। প্যাকেজটির জন্য দেশের ১৮টি বেসরকারি ব্যাংক ও কক্সবাজারের আটটি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে নভোএয়ার। হোটেলগুলো হলোÑ রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, লং বিচ হোটেল, সিগাল হোটেল, হোটেল দি কক্স টুডে, উইন্ডি টেরাস হোটেল, প্রাসাদ প্যারাডাইজ ও নিসর্গ হোটেল এ্যান্ড রিসোর্ট। গ্রাহকরা বিনা সুদে ছয় মাসের সহজ কিস্তিতে নভোএয়ারের প্যাকেজটি গ্রহণ করতে পারবেন। অফারটি চালু থাকবে ১০ জুন পর্যন্ত। তিতুমীর কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে দুই কর্মী আহত স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সরকারী তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সোহেল ও রানা নামের ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম ফরমান আলী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরের তিতুমীর কলেজে গেটের সামনে এই ঘটনা ঘটে। কলেজের কয়েক শিক্ষার্থী জানায়, কলেজের নতুন কমিটি হওয়ার পর গত কমিটির ঝামেলা নিয়ে এই মারামারির ঘটনা ঘটে। তিতুমীর কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ জানান, বেলা ১২টার দিকে স্যাটেলাইট উৎক্ষেপণ সংক্রান্ত প্রচার প্রচারণা করে ফোরার সময় তিতুমীর কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একপক্ষ সোহেল ও রানাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হয়।
×