ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম থ্রিডি প্রিন্টেড বাইসাইকেল

প্রকাশিত: ০৬:২৩, ২০ মে ২০১৮

প্রথম থ্রিডি প্রিন্টেড বাইসাইকেল

এই প্রথম থ্রিডি প্রিন্টেড ফ্রেমে বানানো হলো কার্বন ফাইবার বাইসাইকেল। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-এর অর্থ তহবিল যোগানো স্টার্টআপ এ্যারেভো এই বাইসাইকেল বানিয়েছে। এ্যারেভোর দায়িত্বে আছেন জিম মিলার। প্রযুক্তি জায়ান্ট এ্যালফাবেটের ডেটা সেন্টার নির্মাণ আর ই-কমার্স জায়ান্ট এ্যামাজনকে গ্রাহকের কাছে দ্রুত প্যাকেজ পাঠানোর ব্যবস্থা আনতে অবদান রয়েছে মিলারের। নিজেদের ডিজাইন সফটওয়্যার আর প্রিন্টিং প্রযুক্তি প্রদর্শনের জন্যই এই বাইসাইকেল ব্যবহার করছে এ্যারেভো। এই প্রযুক্তি সফটওয়্যার বাইসাইকেল, প্লেন আর মহাকাশযানের যন্ত্রাংশ নির্মাণে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে। যেসব কাজে ডিজাইনাররা কার্বন ফাইবার দিয়ে মজবুত আর হাল্কা কিছু বানাতে জোর দেন তাদের জন্যও এই প্রযুক্তি কাজে দেবে। এ্যারেভোর প্রযুক্তিতে একটি রোবোটিক আর্মের ওপর থাকা আলাদা করা যায় এমন একটি ‘মাথা’ লাগানো থাকে; এর মাধ্যমেই বাইসাইকেলটির ত্রিমাত্রিক ফ্রেম বানানো হয়। পুরোটাই হয় একটি ধাপে। এই প্রক্রিয়ায় কোন মানুষের কাজের দরকার পড়ে না। এর ফলে এ্যারেভো তিন শ’ ডলার খরচেই একটি থ্রিডি বাইসাইকেল বানাতে পারে। -ইয়াহু নিউজ
×